ফেনী প্রতিনিধি :
পরশুরাম উপজেলার মির্জানগর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে জেলা তথ্য অফিস ফেনীর উদ্যোগে অনুষ্ঠিত নারী সমাবেশের প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন পরশুরাম উপজেলা নির্বাহী অফিসার আফরোজা হাবিব শাপলা ।
জেলা তথ্য অফিসার এস.এম. আল-আমিনের সভাপতিত্বে বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন , মির্জানগর ইউনিয়ন চেয়ারম্যান নুরুজ্জামান ভুট্ট, মির্জানগর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক রিয়াজ আহমেদ।
প্রধান অথিতি বক্তব্যে উপস্থিত নারীদেরকে বাল্য বিবাহের কুফল সম্পর্কে এবং নারী শিক্ষার গুরুত্ব নিয়ে আলোচনা করেন। তিনি বলেন গ্রামাঞ্চলে এখনো মেয়ে শিশুদের ১৪-১৫ বয়সে বিয়ে দেয়া হয়।এসব প্রতিরোধে উপজেলা প্রশাসন কঠোর অবস্থায় আছে। তিনি আরো বলেন-মেয়েদেরকে অল্প বয়সে বিয়ে দিয়ে তাদের ভবিষ্যৎ কে অন্ধকার করে দেয়া হচ্ছে, তারচেয়ে মেয়েরা শিক্ষিত হয়ে নিজের পায়ে দাঁড়ালে একদিকে যেমন নারীর ক্ষমতায়নের পথ মসৃণ হবে,অন্যদিকে এসব ক্ষমতায়িত নারীদের দেখে অনুপ্রাণিত হবে আরো নারী।
সভাপতি তাঁর বক্তব্যে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে স্মার্ট নাগরিক হবার জন্য নারী শিক্ষার্থীদের জন্য দিকনির্দেশনা দেন। পাশাপাশি নারীদেরকে সাইবার অপরাধের শিকার হওয়া থেকে বাঁচতে নানা কৌশলের অংশ হিসেবে বিনামূল্যে সরকারি প্রশিক্ষণ নেয়ার জন্য মুক্তপাঠ প্লাটফর্ম এর কথা বলেন।