Home » ফেনীতে ৮ বছরে শিক্ষক সমিতির সঞ্চয়ের ফেরত পায়নি কেউ !

ফেনীতে ৮ বছরে শিক্ষক সমিতির সঞ্চয়ের ফেরত পায়নি কেউ !

by আজকের সময়

এম শরীফ ভূঞা, ফেনী :

সমিতির তহবিলে রাখা সঞ্চয়ের অর্থ ফেরত পাচ্ছেন না বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অবসরপ্রাপ্ত ও মৃত্যুবরণকারী তিনশতাধিক শিক্ষক। প্রায় আট বছর ধরে এসব শিক্ষক ও তাদের পরিবার ফেনী জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নেতাদের দ্বারে দ্বারে ঘুরে দিশেহারা হয়ে পড়েছেন। এ তালিকায় অনেক প্রধান শিক্ষক ও শিক্ষক সমিতির প্রবীণ নেতারাও রয়েছেন।

২০১৫ থেকে ২০২২ সাল পর্যন্ত জেলার প্রায় সাড়ে তিন শতাধিক শিক্ষক ও তাদের পরিবার সঞ্চয়ের টাকা পেতে অপেক্ষার প্রহর গুনছেন। এসব শিক্ষকের অনেকে অবসর কাটাচ্ছেন। আবার অনেকে পরপাড়ে পাড়ি জমিয়েছেন। এসময়ে হাতেগোনা কয়েকজন শিক্ষক সমিতির ফান্ডে জমানো সঞ্চয়ের টাকা পেলেও ২০১৭ সালের পরে অবসর কিংবা মৃত্যুবরণকারীদের কেউ ফেরত পাননি। ফলে ভুক্তভোগীরা সঞ্চয়ের টাকা পাওয়া নিয়ে হতাশায় ভুগছেন।

চার বছর আগে অবসরে যান সোনাগাজীর আমিরবাদ বিসি লাহা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আবুল খায়ের। তিনি গুরুতর অসুস্থ হয়ে শয্যাশায়ী। শিক্ষক নেতাদের দ্বারস্থ হয়ে চাকরিজীবনের সঞ্চয়ের টাকা না পেয়ে ক্ষোভ প্রকাশ করেন পরিবারের সদস্যরা।

২০১৭ সালে ০৫ অক্টোবর মৃত্যুবরণ করেন দাগনভূঞা উপজেলার রামনগর কেএমসি (রঃ) উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ফারুক ভূঞা মৃত্যুবরণ করেন। মৃত্যুর পর শিক্ষক সমিতি থেকে কোন সুযোগ-সুবিধা পায়নি তার পারিবার।

২০২১ সালের ২১ ফেব্রুয়ারি মারা যান লস্করহাট এসসি লাহা ইনস্টিটিউশনের শিক্ষক মোহাম্মদ ইউছুফ। তার চিকিৎসা বাবদ পরিবারের খরচ হয়েছে ১২ লক্ষাধিক টাকা।

স্বজনরা জানিয়েছেন, জীবদ্দশায় চিকিৎসা করাতে গিয়ে ঋণগ্রস্ত হয়ে পড়েন মোহাম্মদ ইউছুফ। সমিতি অফিসে নেতাদের সাথে মাসের পর মাস ঘুরেও তার কর্মজীবনের সঞ্চয়ের টাকা পায়নি পরিবার। কবে নাগাদ এই টাকা পাবেন এ বিষয়েও সমিতির কর্তাব্যক্তিরা সদুত্তর দিচ্ছেন না।

পশ্চিম বিজয়সিংহ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক নুর নবী মজুমদার ২০২০ সালের ২১ জুন মারা যান। তার স্ত্রী মোর্শেদা আক্তার স্বামীর সঞ্চয়ের টাকা পেতে দ্বারে দ্বারে ঘুরছেন। মো. আলী হায়দার জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি হয়েও গত প্রায় আট বছরে সঞ্চয়ের টাকা পাননি শিক্ষক সমিতির প্রবীণ এ নেতা।

আরো খবর