আজ বুধবার, জানুয়ারি ২২ ২০২৫ | ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ - শীতকাল | ২৩শে রজব, ১৪৪৬ হিজরি
Home » ফেনীতে ৪৫ বোতল বিদেশি মদসহ যুবক গ্রেফতার

ফেনীতে ৪৫ বোতল বিদেশি মদসহ যুবক গ্রেফতার

by আজকের সময়

ফেনী প্রতিনিধি :

ফেনীর ছাগলনাইয়ায় মির্জার বাজার নামকস্থানে থেকে ৪৫ বোতল বিদেশি মদসহ মো. জাকির হোসেন (২৭) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (১৮ জুন) আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।

গ্রেফতার জাকির ফুলগাজী উপজেলার আমজাদ হাট ইউনিয়নের পূর্ব বসন্তপুর গ্রামের বেলাল হোসেনের ছেলে। শনিবার (১৭ জুন) দিনগত রাত সাড়ে ১২টার দিকে তাকে গ্রেফতার করা হয়।

ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুদ্বীপ রায় পলাশ গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ছাগলনাইয়া পৌরসভাস্থ দক্ষিণ সতর মির্জার বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে অভিযান চালায় পুলিশ সদস্যরা। এসময় ২১ বোতল হুইস্কি, ২৪ বোতল ভটকাসহ জাকিরকে গ্রেফতার করা হয়।

আরো খবর