Home » ফেনীতে ২৬ নভেম্বর পুষ্টি বিষয়ক পেরেন্টিং সেমিনার

ফেনীতে ২৬ নভেম্বর পুষ্টি বিষয়ক পেরেন্টিং সেমিনার

by aadmin
বাচ্চা খেতে চায়না? খেলেও যথাযথভাবে বেড়ে উঠছেনা? বাচার বয়সের তুলনায় উচ্চতা কম বা বয়সের তুলনায় ওজন কম? বাচ্চার এইসব অস্বাভাবিকতায় অনেক অভিবাক’ই চিন্তিত!
সে সব সম্মানিত অভিভাবকদের নিয়ে আগামী ২৬ই নভেম্বর ২০২২ই তারিখে ফেনী গ্রান্ড সুলতান কনভেনশন সেন্টারে সকাল ৯ টায় হোম প্লাস সুপার সপ, ইথেরিয়াল স্কুল ও জেড ইউ মডেল হাসপাতালের সহযোগীতায় অনুষ্ঠিত হতে যাচ্ছে পুষ্টি বিষয়ক পেরেন্টিং সেমিনার। উক্ত সেমিনারে দেশের স্বনামধন্য পুষ্টিবিদ, ডাক্তার,সাইকোলজিস্ট ও রন্ধন শিল্পী গন উপস্থিত থাকবেন। সুস্থ থাকার নানবিধ কৌশল ও সঠিক খাদ্যাভ্যাস গড়তে এখনই রেজিষ্ট্রেশন করুন।

রেজিস্ট্রেশন করতে কল করুন-01567974141 ও 01842628188 নাম্বারে এবং সরাসরি রেজিষ্ট্রেশন করতে চলে আসুন #হোম_প্লাস_সুপার_সপ ও #ইথেরিয়াল_স্কুল-এ।
এছাড়াও রেজিষ্ট্রেশন করতে পারেন গুগল লিংক-এ।
https://forms.gle/YPthhZZt1dhb5KSU6
রেজিষ্ট্রেশন চলবে আগামী ২৫ ই নভেম্বর,২০২২ তারিখ পর্যন্ত। অনুষ্ঠানে স্পটে রেজিষ্ট্রেশন এর সুযোগ থাকবে।

আরো খবর