Home » ফেনীতে সড়ক দূর্ঘটনায় সিএনজি অটোরিকশার দুই যাত্রী নিহত

ফেনীতে সড়ক দূর্ঘটনায় সিএনজি অটোরিকশার দুই যাত্রী নিহত

by আজকের সময়

ফেনী প্রতিনিধি :
ফেনী-নোয়াখালী মহাসড়কের পাঁচগাছিয়া বাজার সংলগ্ন এলাকায় ট্রাকচাপায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও চারজন। শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ট্রাকটি ছিল নোয়াখালীমুখী আর অটোরিকশাটি ছিল ফেনীমুখী।
নিহত দুজন হলেন- অটোরিকশাচালক আবুল হোসেন শাকিল (১৮) ও জেসমিন আক্তার (৫৫)। আহতরা হলেন- জেসমিন আক্তারের দুই মেয়ে জান্নাতুল আফরান (৩০) ও জান্নাতুল ফেরদৌস (১৮), রাজীব চন্দ্র দাস (৩০), তরিকুল ইসলাম (২২)।
২৫০ শয্যা ফেনী জেনারেল হাসপাতালের জরুরি বিভাগ সূত্র জানায়, আহতদের মধ্যে তরিকুল প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়েছেন। অপর আহতদের অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাদের ঢাকায় পাঠানো হয়েছে।
মহিপাল হাইওয়ে থানার পরিদর্শক (ওসি) আবদুস সামাদ জানান, এ ঘটনায় অটোরিকশার চালক ও এক নারী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও চারজন।

আরো খবর