স্টাফ করেসপন্ডেন্ট :
ফেনী সদর উপজেলার বীর মুক্তিযোদ্ধাদের হাতে ডিজিটাল সার্টিফিকেট ও স্মার্ট আইডি কার্ড তুলে দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৫ নভেম্বর) উপজেলা পরিষদ হলরুমে ডিজিটাল সার্টিফিকেট ও স্মার্ট আইডি কার্ড বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ-উল হাসান, পুলিশ সুপার জাকির হাসান, জজ কোটের পিপি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট হাফেজ আহাম্মদ, উপজেলা চেয়ারম্যান শুসেন চন্দ্র শীল৷
সদর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার মো. আনোয়ার হোসাইন পাটোয়ারীর সভাপতিত্বে ও ভাইস চেয়ারম্যান এ. কে শহিদ উল্যাহ খোন্দকারের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আবদুল মোতালেব, মুক্তিযুদ্ধকালীন ত্রিপুরা মুহুরী ইউথ ট্রেনিং ক্যাম্পের ডেপুটি চীপ মোস্তফা হোসেন, সদর উপজেলার সাবেক কমান্ডার নুরুল আফছার, ছনুয়া ইউপি চেয়ারম্যান করিম উল্যাহ বি.কম প্রমুখ।
অনুষ্ঠানে ফাজিলপুর ইউপি চেয়ারম্যান মজিবুল হক রিপন, শর্শদী ইউপি চেয়ারম্যান জানে আলম ভূঞা, লেমুয়া ইউপি চেয়ারম্যান মোশাররফ উদ্দিন নাছিম, ধলিয়া ইউপি চেয়ারম্যান আনোয়ার আহমদ মুন্সিসহ স্থানীয় চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ৭২৩ জন বীর মুক্তিযোদ্ধাকে ডিজিটাল সার্টিফিকেট ও স্মার্ট আইডি কার্ড বিতরণ করা হয়।