Home » ফেনীতে সোনার হরিণের সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

ফেনীতে সোনার হরিণের সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

by আজকের সময়

শহর প্রতিনিধি, আজকের  সময় :

ফেনীর সবচেয়ে প্রাচীন সাহিত্য পত্রিকা “সোনার হরিণ”
কর্তৃক আয়োজিত সাহিত্য আড্ডা শনিবার বিকালে শহরের শহীদ শহীদুল্লাহ্ কায়ছার সড়কের মিল্লাত কনফারেন্স হল রুমে অনুষ্ঠিত হয়। সোনার হরিন নির্বাহী সম্পাদক কবি সাইরাস চৌধুরী উপস্থাপনায়
এতে সভাপতিত্ব করেন বিশিষ্ট কবি সাহিত্যিক গীতিকার,সোনার হরিণ প্রধান সম্পাদক কবি মুহাম্মদ ইকবাল চৌধুরী, সোনার হরিণ নিয়ে স্মৃতি চারণ করেন প্রকাশক সাইদুল মিল্লাত মুক্তা, সম্পাদক শাহীন হায়দার, সোনার হরিণ সহযোগী সম্পাদক রাজীব খগেশ দত্ত,একাল সেকালের সাহিত্য চর্চা নিয়ে বিশেষ আলোচনায় অংশ নেন বল পয়েন্ট সাধারন সম্পাদক কবি ইকবাল আলম, কবিতা পাঠ করেন কবি মনজুর তাজিম, শিখা সেন গুপ্তা, স্বদেশপত্র সম্পাদক এন এন জীবন,নাসরিন জেরিন সুলতানা, জাতীয় কবিতা পরিষদের সাধারণ সম্পাদক কবি উত্তম দেবনাথ, ফেনীর আচঁল সম্পাদক সাহিদা সাম্য লীনা,কবি ইসহাক মজুমদার, কবি শাহ আলম, মাসিক সপ্তনীল সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, কবি সাইফ ফরহাদী, কবি আবদুল ওয়াদুদ ,সহ ফেনীর নবীন প্রবীন কবি সাহিত্যিক ও সাংবাদিকবৃন্দ।

আরো খবর