শেখ আশিকুন্নবী সজীব, আজকের সময় :
ফেনীতে শিল্প ও সাহিত্যের পত্রিকা ‘কথার কাগজ’ এর জেলা সাহিত্য সমাবেশ এবং মত-বিনিময় সভা রোববার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় শহরের মিজান রোডের জুম্মা শপিং সেন্টারের ক্রাউন ওয়েস্ট রেস্টুরেন্টের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
কথার কাগজের প্রধান সম্পাদক কেতন শেখ এর সভাপতিত্বে ও সাংবাদিক শেখ আশিকুন্নবী সজীবের সঞ্চালনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন দৈনিক প্রথম আলোর ফেনীর নিজস্ব প্রতিবেদক বীর মুক্তিযোদ্ধা আবু তাহের,কবি মোহাম্মদ ইকবাল চৌধুরী,কথার কাগজের প্রধান নির্বাহী কর্মকর্তা ফারাহ জেহির,নির্বাহী সম্পাদক ও ঢাকা জেলা প্রতিনিধি অয়ন আবদুল্লাহ।
এতে স্বাগত বক্তব্য রাখেন কথার কাগজের ফেনী প্রতিনিধি রাশেদুন্নবী চৌধুরী রাজীব।
কথার কাগজের প্রধান সম্পাদক কেতন শেখ বলেন, কথার কাগজ বাংলা সাহিত্যের প্রবহমান ধারায় ও সাহিত্যের প্রসারে সমকালীন গুনগত মান-নির্ভর এবং আলোকিত সাহিত্যিক প্রয়াসকে আরো সুদৃঢ়ভাবে সম্পৃক্ত করার একটি প্রাতিষ্ঠানিক উদ্যোগ। এই চেতনায় এবং অগ্রযাত্রায় কথার কাগজ সারা বাংলার সাহিত্যিক, কবি, সাহিত্য-আলোচক, বিশ্লেষক, গবেষক ও সর্বোপরি সাহিত্য অনুরাগীদের সাথে মিলিত হয়ে সংলাপ, আলোচনা ও সম্পাদিত প্রকাশনায় অঙ্গিকারবদ্ধ।এই ভাবনা থেকেই কথার কাগজের সৃষ্টি।
মত-বিনিময় সভায় বক্তব্য রাখেন ডিবিসি নিউজের জেলা প্রতিনিধি মুহাম্মদ আবু তাহের ভূঁইয়া,কবি মো: ইকবাল আলম,কবি উত্তম দেবনাথ,কবি শিখা সেন গুপ্তা,বাংলা নিউজ টুয়েন্টি ফোর ডটকমের স্টাফ রিপোর্টার সোলায়মান হাজারী ডালিম প্রমুখ।
জেলা সাহিত্য সমাবেশে কবি,সাহিত্যিক,সাংবাদিক,সাংস্কৃতিক- সামাজিক সংগঠকবৃন্দরা উপস্থিত ছিলেন।
শেষে প্রত্যেক অতিথিদের হাতে শুভেচ্ছা স্বরূপ বই উপহার দেয়া হয়।