ফেনী প্রতিনিধি :
ফেনী শহরে ভাড়া বাসার দরজা ভেঙে এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় শনিবার সন্ধ্যায় থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।
শহরের পূর্ব ডাক্তার পাড়ার নুরুজ্জামান উকিল সড়কের একটি বাসা থেকে লাশটি উদ্ধার করা হয়।
মৃত ফারুক আহম্মেদ (৫৫) ঠিকাদার ছিলেন। তিনি ফেনীর ফুলগাজী উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের করইয়া গ্রামের সালেহ আহম্মেদের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ফেনী শহরের পূর্ব ডাক্তার পাড়ার নুরুজ্জামান উকিল সড়কের গুলশান মঞ্জিলের পঞ্চম তলার ফ্ল্যাট থেকে দুর্গন্ধ বের হচ্ছিল। ভবনের ভাড়াটেরা বিষয়টি বাড়ির মালিককে জানান। বাড়ির মালিক ওই ফ্ল্যাটের দরজার সামনে গিয়ে দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পান। তিনি অনেক ডাকাডাকি করেও কোনো সাড়া পান। পরে তিনি ফেনী মডেল থানা-পুলিশকে খবর দেন। পুলিশ গিয়ে দরজা ভেঙে ভেতরে ঢুকে ফারুক আহম্মেদকে একটি চেয়ারে উপুড় হয়ে বসা অবস্থায় দেখতে পান।
ভবনটির বাসিন্দারা জানান, চার-পাঁচ দিন ধরে ওই বাসার দরজা বন্ধ ছিল। ভাড়াটে ফারুক আহম্মেদ তাঁর ঘর থেকে বের হয়নি।
পুলিশ জানায়, ফারুক আহম্মেদের দুই স্ত্রী। তিনি একাই ওই ভবনে থাকতেন। ঘর থেকে লাশ উদ্ধারের খবর পেয়ে স্ত্রীরা তাঁকে দেখতে আসেন।
ফেনী সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মাহফুর রহমান বলেন, লাশটি ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর কারণ জানা যাবে।