Home » ফেনীতে বেপরোয়া কিশোর গ্যাং

ফেনীতে বেপরোয়া কিশোর গ্যাং

একবছরে নিহত ৪, আহত শতাধিক

by আজকের সময়

স্টাফ রিপোর্টার :

ফেনীতে কিশোর গ্যাংয়ের অপরাধ প্রবণতা ভয়াবহ আকার ধারণ করেছে। দিন দিন বেড়েই চলেছে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য। গত এক বছরে ফেনীতে কিশোর গ্যাংয়ের হাতে প্রাণ হারিয়েছে চারজন। আহত হয়েছেন শতাধিক। গ্যাং প্রতিরোধে বিভিন্ন সময় শহরে মানববন্ধন কর্মসূচিও পালন করেছেন এলাকাবাসী।

SKB, LSKB, 7 STAR, MDB-360-এগুলো কিশোর গ্যাং গ্রুপের সংক্ষিপ্ত নাম। ফেনী শহর ও আশেপাশের এলাকায় আধিপত্য বিস্তার, প্রেম সংক্রান্ত বিরোধ, সিনিয়র-জুনিয়র দ্বন্দ্ব, চুরি-ছিনতাই, ইভটিজিং ও চাঁদাবাজিসহ হত্যার মত ভয়ঙ্কর অপরাধে জড়িত এসব গ্যাং। স্কুল, কলেজ, মাদ্রাসা ও পাড়ার রাস্তা থেকে শুরু করে অলিগলিতে বসে ১৫ থেকে ১৮ বছর বয়সের কিশোর-তরুণদের আড্ডা।

সচেতন মহল বলছে, পারিবারিক ও সামাজিক অসচেতনতার কারণে কিশোর তরুণরা ভয়ঙ্কর সব অপরাধে জড়িয়ে জীবন বিপন্ন করছে। স্থানীয়রা বলছেন, মানুষের ওপর নির্যাতন, মানুষের মালামালের ক্ষয়ক্ষতিসহ বিভিন্ন অপকর্ম করে যাচ্ছে এসব কিশোর গ্যাং।

স্থানীয় এক ব্যক্তি বলেন, একটা ছেলে বা কোনো পরিবারের একজন সদস্য যদি বিপথগামী হয়ে যায়, তাহলে শুধু সেই পরিবারটিই নয়, পুরো সমাজ ধ্বংস হয়ে যায়।

স্থানীয় আরেকজন বলেন, আমাদের পারিবারিক শিক্ষা, ধর্মীয় শিক্ষা এবং সামাজিক অনুশাসনগুলো ধ্বংস হয়ে যাওয়ার কারণেই কিশোর গ্যাং তৈরি হচ্ছে।

কিশোর গ্যাং এর বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। তবে, কিশোরদের সচেতন করার পাশাপাশি অভিভাবকে সচেতন হওয়ার আহ্বান প্রশাসনের।

ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী বলেন, কিশোর গ্যাং বন্ধ করার জন্য অভিভাবকদের অনুরোধ করবো আপনার সন্তানের প্রতি লক্ষ্য রাখুন। আপনার সন্তান কোথায় যাচ্ছে, কি করছে, কাদের সাথে মিশছে।

এ বিষয়ে ফেনীর পুলিশ সুপার জাকির হাসান বলেন, কিশোর গ্যাং এর সংখ্যাটা কমিয়ে আনতে আমাদের একইসঙ্গে কাউন্সিলিং, মোটিভেশন এবং আইনপ্রয়োগ-সমানভাবে চলছে।

আরো খবর