ফেনী প্রতিনিধি:
ফেনী সদর উপজেলার ফাজিলপুর ও কাজিরবাগ ক্লাস্টারের আয়োজনে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৩ এর বিভিন্ন পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জকারী ও বদলিকৃত কর্মকর্তা এবং অবসরপ্রাপ্ত শিক্ষকবৃন্দ সম্মাননা প্রদান ও বিদায় সংর্বধনা বুধবার বিনোদন স্পষ্ট বুলবুল লজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার নাসির উদ্দিন আহমেদ।
সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আব্দুল মোতালেবের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফরিদ উদ্দিন আহাম্মদ, সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নাজমা বেগম, সদর ইউআরসি ইন্সট্রাক্টর মোহাম্মদ খলিলুর রহমান, সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আব্দুল গণি, সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ মোশারফ হোসেন, সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফাতেমা কানিজ।
আরবিহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পাপিয়া আচার্যি ও ফাজিলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক উৎপল কান্তি দাশের যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন, মোটবি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ সেলিম, ফাজিলপুর জিন্নাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রহিম উল্যাহ, বিদায়ী শিক্ষক স্বপন চন্দ্র দাস প্রমুখ।
শেষে বিভিন্ন পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জকারী ও বদলিকৃত কর্মকর্তা এবং অবসরপ্রাপ্ত শিক্ষকদের সংর্বধনা দেয়া হয়।