স্টাফ রিপোর্টার, আজকের সময় :
স্মার্ট যুব, সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ এ প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার সকালে যুব উন্নয়ন অধিদপ্তর ফেনীর আয়োজনে জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ ও মাদক বিরোধী কর্মকাণ্ডে যুবদের ভূমিকা শীর্ষক জনসচেতনামূলক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক সাইফুদ্দিন মোহাম্মদ হাছান আলীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ফেনী জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তার।
সহকারি পরিচালক সাইফ আহমেদের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশন ফেনীর উপপরিচালক নেয়ামত উল্যাহ, মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টর মোহাম্মদ মোজাম্মেল হক, যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারি পরিচালক আহমেদ কবির মজুমদার, সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শেখ হেলালু্দ্দিন, সহকারি যুব কর্মকর্তা মোহাম্মদ ফারুক, জেলা যুব অফিসের উচ্চমান সহকারী মজিবুল হক, কম্পিউটার প্রশিক্ষক স্বপন চন্দ্র, আরবার ইয়ুথ সোসাইটির সভাপতি লিয়াকত আলী আরমান, সহায় সভাপতি মঞ্জিলা আক্তার মিমি, গ্লোবাল ইয়ুথ সোসাইটির সভাপতি এনামুল হক, সানরাইজ যুব ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সভাপতি সাংবাদিক এম শরীফ ভূঞা, প্রতিভা যুব সংস্থার নির্বাহী পরিচালক মো: শহিদুল ইসলাম, যুব অংগন সভাপতি জহির উদ্দিন, সুবজ বাংলা সভাপতি মো: রাসেল প্রমুখ।
শেষে উপস্থিত সকল যুব সংগঠন নেতৃবৃন্দ ও প্রশিক্ষনার্থীদেন জেলা প্রশাসক মাদকের বিরুদ্ধে শপথ বাক্য পাঠ করানো হয়।