ফেনী প্রতিনিধি, আজকের সময় :
২৩ অক্টোবর, রবিবার ফেনী শহরের ট্রাঙ্করোডস্থ তারা নিবাসে আত্মপ্রকাশ পেল “Wedding Memory” ইভেন্ট ম্যানেজম্যান্ট।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী সরকারি কলেজ সমাজকর্ম বিভাগের সহকারি অধ্যাপক ফরিদ আলম ভূইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব অব ফেনীর সভাপতি লায়ন এ কে এম রফিকুল হক নিপু, ফেনী লিও ক্লাবের উপদেষ্টা লায়ন মন্জুরুল ইসলাম ভূইয়া সহ আরো অনেকে।
প্রতিষ্ঠানের স্বত্তাধিকারি ফেনী লিও ক্লাবের সহ-সভাপতি লিও ইউসুফ আহমেদ নিশাদ জানান, বিয়ে, হলুদ, জন্মদিন, প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানকে জাঁকজমকপূর্ণ করে ফুটিয়ে তুলতে প্রয়োজন সু-শৃঙ্খল পরিকল্পনা ও ব্যবস্থাপনা।
অনুষ্ঠান শেষ হয়ে যায় কিন্তু স্মৃতিগুলো থেকে যায় আজীবন। আর এই স্মৃতিকে সুন্দর ও স্মরণীয় করে তোলার জন্য ইভেন্ট ম্যানেজমেন্ট এর প্রয়োজনীয়তা অতুলনীয়। এ ধরনের অনুষ্ঠানকে পরিপূর্ণতা দিতে আমাদের প্রতিষ্ঠান সেবা দিয়ে যাবে।
শেষে অতিথিবৃন্দ কেক কেটে এবং দোয়া অনুষ্ঠানের মাধ্যমে প্রতিষ্ঠানের সফলতা কামনা করে উদ্বোধন ঘোষণা করা হয়।