ফেনী প্রতিনিধি :
ফেনীর ছাগলনাইয়া উপজেলার শুভপুরে বোনকে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় বখাটেদের ছুরিকাঘাতে রবিউল হক সাঈদ নিহত হওয়ার ঘটনায় ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১ জুলাই) নিহত সাঈদের মা বিবি মরিয়ম বাদী হয়ে ১২ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেন। এ মামলায় অজ্ঞাত আসামি করা হয়েছে আরও পাঁচ থেকে ছয়জনকে। এর মধ্যে ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেফতার ১০ জন হলেন- নেত্রকোনার বনগাঁও গ্রামের একদিল মিয়ার ছেলে ও ছাগলনাইয়ার চম্পকনগর এলাকার কাজী বাড়ির জামাতা রফিকুল ইসলাম (২২), ছাগলনাইয়ার চম্পক নগর এলাকার জেরু মিয়ার ছেলে বেলাল হোসেন শুভ (২২), একই গ্রামের রবিউল হকের ছেলে রুবায়েত হোসেন রাফি (১৯), একই গ্রামের নুরুল আমিনের ছেলে শেফাউল করিম রিহান (২২), বোরহান উদ্দিনের ছেলে গোফরান উদ্দিন (৩০), নাসির উদ্দিনের ছেলে মেহেরাব হোসেন সায়েম (১৮), মজিবুল হকের ছেলে নাসির উদ্দিন (৪২), জসিম উদ্দিনের ছেলে আশরাফুল ইসলাম রাকিব (২১), আবু তাহেরের ছেলে ইকবাল হোসেন সাব্বির (২৫) ও নোয়াখালীর চরজাব্বার থানার সমিতি বাজার এলাকার ইব্রাহিম হোসেনের ছেলে মো. ইমাম হোসেন (২২)।
পলাতক দুই আসামি হলেন- চম্পকনগর এলাকার ওবায়দুল হকের ছেলে মো. নয়ন (২০), এরশাদ উল্লাহর ছেলে মো. শাকিল।
ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিদর্শক সুদ্বীপ রায় গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন। অন্য আসামীদের ধরতে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।