Home » ফেনী  লিও ক্লাবের কমিটি, সভাপতি লিও নিশাদ ও সম্পাদক লিও রিয়াজ

ফেনী  লিও ক্লাবের কমিটি, সভাপতি লিও নিশাদ ও সম্পাদক লিও রিয়াজ

by আজকের সময়

স্টাফ রিপোর্টার, আজকের সময় :

লায়ন্স ক্লাব অব ফেনীর যুব সংগঠন ফেনী লিও ক্লাবের (২০২৪-২৫) লিও বর্ষের কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে উপদেষ্টা লায়ন মো: মন্জুরুল ইসলাম ভূঁইয়া, সভাপতি লিও মো: ইউসুফ আহম্মেদ নিশাদ ও সেক্রেটারি লিও ওমর ফারুক রিয়াজ কে নির্বাচিত করা হয়। লিও মোহাম্মদ সবুজ কে ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট ও লিও পংকজ শর্মা কে সেকেন্ড ভাইস প্রেসিডেন্ট, লিও মো: মাহাদী হাসানকে ট্রেজারার, লিও নাহিদুল ইসলাম ও লিও নজরুল ইসলাম রিমন কে জয়েন্ট সেক্রেটারি এবং লিও সানজিদা ইসলাম অনামিকা কে জয়েন্ট ট্রেজারার করে কার্যকরী পরিষদ গঠন করা হয়। শহরের কুমিল্লা বাসস্ট্যান্ড সংলগ্ন হক প্যালেসে লায়ন্স ক্লাব অব ফেনীর কার্যালয়ে ১ জুলাই, ২০২৪ ইং (সোমবার) রাতে আনুষ্ঠানিকভাবে এ কমিটি ঘোষণা করেন ফেনী লিও ক্লাবের ২০২৩-২৪ বর্ষের উপদেষ্টা লায়ন মো: আবুল কালাম ভূঁইয়া।

ফেনী লিও ক্লাবের সভাপতি লিও এবিএস ফরহাদ এর সভাপতিত্বে ও সেক্রেটারি লিও মোজাম্মেল হক মিলন এর সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত কমিটি ঘোষণা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন জেলা ৩১৫ বি২ এর চীফ এডভাইজর টু ডিজি লায়ন আলহাজ্ব রুহুল আমিন ভূঁইয়া, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব অব ফেনীর সভাপতি লায়ন মো: শহীদুল আলম ভূঁইয়া, প্রাক্তন সভাপতি ও ফেনী লিও ক্লাবের ২০২৩-২৪ বর্ষের উপদেষ্টা লায়ন মো: আবুল কালাম ভূঁইয়া, কনসার্ন রিজিয়ন চেয়ারপার্সন এবং সদ্য প্রাক্তন সভাপতি লায়ন একেএম রফিকুল হক নিপু, সেক্রেটারি লায়ন এডভোকেট এম শাহজাহান সাজু, জয়েন্ট সেক্রেটারি লায়ন তোফায়েল আহমেদ রনি, লিও টু লায়ন মুরাদ হাসনাত রাফি,  ফেনী লিও ক্লাবের ২০২৩-২৪ বর্ষের ট্রেজারার লিও মো: খায়রুজ্জামানসহ প্রমুখ।

নির্বাচনী প্রক্রিয়ায় ফরম বিতরণ ও জমাপূর্বক নির্বাচন কমিশন এবং লায়ন্স নেতৃবৃন্দের যাচাই বাচাইপূর্বক যোগ্য প্রার্থীদেরকে নির্বাচিত করা হয়েছে। সভাশেষে নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছাসহ শুভ কামনা জানান লায়ন্স নেতৃবৃন্দ এবং লিওবৃন্দ।

আরো খবর