Home » ফেনী গ্রীনল্যান্ড কলেজের এইচএসসি ২০২৪ পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত

ফেনী গ্রীনল্যান্ড কলেজের এইচএসসি ২০২৪ পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত

গ্রীনল্যান্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায়

by aadmin

নিজস্ব সংবাদদাতাঃ মিজান রোডস্থ ফেনী গ্রীনল্যান্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকালে কলেজ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী ইউনিভার্সিটির স্টুডেন্ট অ্যাডভাইজার ও ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ আব্দুল্লাহ আল ইউনুস।

কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি জনাব মোঃ শহিদুল ইসলাম এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ মহিউদ্দিন আলমগির ও কলেজের পরিচালনা পর্ষদ সদস্য প্রভাষক মোঃ জাহিদুল ইসলাম।

কলেজের বিজ্ঞান বিভাগের প্রভাষক ফাহমিদা ফেরদাউস এর সঞ্চালনায় শিক্ষকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন কলেজের কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক হারুন অর রশিদ।

পরীক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন এইচএসসি পরীক্ষার্থী মোঃ আরাফাতুল ইসলাম সিয়াম ।

এসময় বক্তারা শিক্ষার্থীদের মাঝে অনুপ্রেরণামূলক বক্তব্য রাখেন। এছাড়া উচ্চ মাধ্যমিক পরীক্ষার ভালো ফলাফল করতে পরীক্ষা সংক্রান্ত বিভিন্ন কৌশল এর উপরেও বক্তব্য প্রদান করেন।

এ সময় কলেজের অন্যান্য শিক্ষকগণ, কর্মকর্তা, শিক্ষার্থী ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে বিদায়ী শিক্ষার্থীদের মাঝে ফেনী ইউনিভার্সিটির এর পক্ষ থেকে পরীক্ষায় ব্যবহারের জন্য প্লাস্টিকের ফাইল ও শিক্ষা সমগ্রী প্রদান করা হয়।

আরো খবর