আজকের সময় প্রতিবেদক :
এবারের এসএসসি পরীক্ষার ফলাফলেও ফেনী গার্লস ক্যাডেট কলেজ থেকে অংশগ্রহণকারী শতভাগ শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে। রোববার সন্ধ্যায় কলেজের অধ্যক্ষ এ তথ্য নিশ্চিত করেছেন।
ফেনী জেলা প্রশাসক কার্যালয় সূত্রে জানা যায়, কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে এবার ফেনী জেলা থেকে মোট ১৭হাজার ২০৮ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিলো। কৃতকার্য হয়েছে ১৩৩৬২ জন এবং জিপিএ-৫ প্রাপ্ত হয়েছে ১হাজার ১শ ৫০ জন। জেলার মোট পাশের হার ৭৭.৬৫%। শতভাগ পাশকৃত প্রতিষ্ঠানের সংখ্যা ৪।
দাখিল পরীক্ষায় অংশগ্রহণকারী মোট পরীক্ষার্থী ৫৫৬৮ জন। যার মধ্যে কৃতকার্য হয়েছে ৩৯৭৪ জন এবং জিপিএ-৫ প্রাপ্ত পরীক্ষার্থীর সংখ্যা ১৪০ জন। পাশের হার ৭১.৩৭ শতাংশ।
এসএসসি ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষা ২০২৪ এ অংশগ্রহণকারী মোট পরীক্ষার্থী ১১২০ জন যার মধ্যে কৃতকার্য হয়েছে ৯৭৩ জন এবং জিপিএ-৫ প্রাপ্ত পরীক্ষার্থীর সংখ্যা ২৮ জন।পাশের হার ৮৬.৮৮ শতাংশ।
কলেজের অধ্যক্ষ গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ নাজমুল হক বলেন, সেনা সদর দপ্তরের দিকনির্দেশনা ও প্রশিক্ষিত শিক্ষকমণ্ডলীর আন্তরিক পাঠদান, বর্ষপঞ্জি অনুযায়ী পরীক্ষা গ্রহণ, ফলাফল প্রদান এবং সুশৃঙ্খল পরিবেশ ভালো ফলাফল অর্জনে ভূমিকা রেখেছে। এছাড়া ক্যাডেটদের প্রচেষ্টা ও অভিভাবক অনুপ্রেরণা এমন ফলাফল অর্জনে যথেষ্ট গুরুত্ববহন করে।
এ ফলাফলের জন্য তিনি সকল শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষকমণ্ডলী ও কলেজের প্রত্যেক সদস্যের প্রতি আন্তরিক অভিনন্দন ও শুভকামনা জানিয়েছেন তিনি।
ফেনী জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তার ভালো ফলাফল করায় সকল শিক্ষার্থীকে অভিনন্দন জানান।