Home » প্রবাসীদের নিয়ে ইমাম উদ্দীন পিয়ামের কন্ঠে নতুন গান

প্রবাসীদের নিয়ে ইমাম উদ্দীন পিয়ামের কন্ঠে নতুন গান

by আজকের সময়

আজকের সময় রিপোর্ট :

কিশোর বয়সে পড়াশোনা করার পাশাপাশি মাদ্রাসায় ইসলামী জলসার আয়োজনে অংশগ্রহণ করে ইসলামী সংগীত পরিবেশন করে শিক্ষক-শিক্ষার্থী সকলের কাছে প্রশংসা পেতে শুরু করেন ইমাম উদ্দিন পিয়াম। ২০১২ সালে ক্লোজআপ ওয়ান নোয়াখালী জেলার মধ্যে সেরা তিনে বিজয়ী হোন। এরপর থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান, জাতীয় দিবসের কর্মসূচিতে সরব অংশগ্রহণ করেন তিনি।

জীবিকার তাগিদে প্রবাসে পাড়ি দিলে মন থেকে সরে যায়নি সংস্কৃতি। মনের ভালো লাগা থেকে প্রবাসীদের নিয়ে গানটির আত্মপ্রকাশ করা হয়। ইতিমধ্যে বন্ধু, পরিবার ও শুভাকাঙ্ক্ষীরা সাধুবাদ জানিয়েছেন।

ইমাম উদ্দিন পিয়ম আজকের সময় কে জানান, ছোটবেলা থেকেই আমার গানের প্রতি খুব আগ্রহ ছিল মানুষ ছোটবেলায় ফুটবল, ক্রিকেট ব্যাট, কিংবা খেলনা এসবের জন্য কান্না করে আর আমি কান্না করতাম একটি গিটার কিংবা হারমোনিয়াম এর জন্য আমার আম্মা বলতো গান বাজলে কোথাও আমি নাকি সেখানে ছুটে যেতাম। আমার গাওয়া গানের কদর ছিল সকলের কাছে।

দাখিল পাস করে আলিম অধ্যয়নকালে ইংরেজি শিক্ষক মনিরুল সাঈদ উৎসাহ দিয়েছিলেন। সেই থেকে গানের প্রতি আরো বেশি মনোযোগ দিয়েছিলাম জীবিকার টানে প্রবাসে পাড়ি দেয়ায় সংস্কৃতি থেকে দূরে সরে যাই। হঠাৎ করে কোনো রকম প্রস্তুতি ছাড়া নিজের লেখা সুরে সব প্রবাসী বাড়ি ফিরে, শিরোনামের প্রবাসীদের নিয়ে গানটা আত্মপ্রকাশ হয়।

সবার অনুপ্রেরণা পেলে সংস্কৃতি চর্চা চালিয়ে যেতে চান পিয়াম।

আরো খবর