Home » পূর্বাশার আলোর ঘর পেলো অসহায় রহিমা

পূর্বাশার আলোর ঘর পেলো অসহায় রহিমা

by aadmin

সংবাদদাতা, আজকের সময় :

স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন পূর্বাশার আলোর উদ্যোগে অসহায় দুস্থ বৃদ্ধা রহিমা বেগম কে প্রায় আড়াই লক্ষ টাকা ব্যায়ে ঘর উপহার প্রদান করা হলো। রহিমা বেগম রামপুর ৮ নং ওয়ার্ডের মৃত মোঃ দুলালের স্ত্রী। এর আগেও পূর্বাশার আলো ৩ অসহায় পরিবারকে ঘর তৈরি করে দেন।

সোমবার সকালে ঘর উপহার প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান সিরাজিস সালেকিন রিমন, সমাজসেবক আবদুল আহাদ খোকন, ইউপি সদস্য হাজী ইদ্রিস, পূর্বাশার আলো সহ-সভাপতি মাসুদ আরম, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, সহ-সম্পাদক জহির আহম্মদ, সমাজ কল্যাণ সম্পাদক গোলাম হায়দার সোহাগ, সদস্য মোঃ সোহাগ, মোঃ মেহেরাজ, শাহাজাহান প্রমুখ।

পূর্বাশার আলো সভাপতি দুলাল মিয়া জানান, মানবিক কাজের অংশ হিসেবে প্রবাসীদের সহযোগিতায় পূর্বাশার আলো স্বেচ্ছাসেবী ও সামাজিক কাজ করে আসছে। সমাজ উন্নয়নে এ ধরনের কাজে সকলকে এগিয়ে আসার আহবান জানান তিনি।

আরো খবর