নিজস্ব প্রতিবেদক :
ফেনী শহরের পশ্চিম উকিল পাড়া বায়তুস সালাম জামে মসজিদে গত ১৬ জুন (শুক্রবার) সকালে একটি সামাজিক ও অরাজনৈতিক সংগঠন ‘পশ্চিম উকিলপাড়া আবিদ মুন্সি সড়ক সামাজিক পঞ্চায়েত যুব কমিটি’র অভিষেক অনুষ্ঠিত হয়। ব্যবসায়ী সমিতির সভাপতি ও সাবেক কাউন্সিলর মোশারফ হোসেন ভুঁইয়ার সভাপতিত্বে, হারুন উর রশিদ মজুমদার ও আবু মনসুর মজুমদারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী পৌরসভার ১৮নং ওয়ার্ড কাউন্সিলর ও পশ্চিম উকিল পাড়া সামাজিক পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক সাইফুর রহমান সাইফু। এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিম উকিল পাড়া সামাজিক পঞ্চায়েত কমিটির সভাপতি আমির হোসেন চৌধুরী মোজাম্মেল, ১৮নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও বায়তুস সালাম জামে মসজিদের সভাপতি মোশাররফ হোসেন ভুঁইয়া, প্রবীণ শিক্ষক শাহজাহান চৌধুরী, মনোয়ার হোসেন দুলাল, বায়তুস সালাম জামে মসজিদের সেক্রেটারী শাহাবউদ্দিন ভুঁইয়া, খালেক হাজারী প্রমুখ।
অনুষ্ঠানের প্রধান অতিথি সাইফুর রহমান সাইফু বলেন, প্রত্যেক এলাকায় এ ধরণের যুব কমিটি করা উচিত। তাহলে যুব সমাজকে মাদক, ইভটিজিংসহ নানান অপরাধ থেকে দূরে রাখা যাবে এবং সমাজের উন্নয়নমূলক কর্মকান্ডে নিজেকে নিয়োজিত রাখলে সমাজ উপকৃত হবে। পশ্চিম উকিল পাড়া সামাজিক পঞ্চায়েত কমিটির সভাপতি আমির হোসেন চৌধুরী মোজাম্মেল বলেন, যুবরাই আগামী দিনের ভবিষ্যত, তাই যুবদের তথা যুব সংগঠনগুলোতে সকলের সর্বাত্মক সহযোগিতা করা উচিত। এ ধরণের সংগঠনের মাধ্যমে যুবকরা ঐক্য থাকলে সমাজে অপরাধ প্রবণতা অনেকাংশে কমে যাবে। পশ্চিম উকিল পাড়া সামাজিক পঞ্চায়েত কমিটির পক্ষ থেকে এ যুব কমিটিকে সর্বাত্মক সহযোগিতা করা হবে। অনুষ্ঠানে ২৫ সদস্য বিশিষ্ট পশ্চিম উকিলপাড়া আবিদ মুন্সি সড়ক সামাজিক পঞ্চায়েত যুব কমিটির পূর্ণাঙ্গ কমিটির নাম ঘোষণা করা হয়। কমিটির সদস্যরা হলেন-উপদেষ্টা রাসেল মজুদার, মোঃ শাহরিয়ার, সভাপতি শাহ্ মহিউদ্দীন (শাহীন), সহ-সভাপতি নুরুল আফসার হাজারী, সাধারণ সম্পাদক তারেক মজুমদার, সহ-সাধারণ সম্পাদক মাহবুবুল আলম সৌরভ, সাংগঠনিক সম্পাদক শাহ আলম পাটোয়ারী, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ সোলাইমান শাকিল, কোষাধ্যক্ষ মোঃ ছায়দুল হক সাকি, দপ্তর সম্পাদক আবু মনসুর মজুমদার, প্রচার সম্পাদক জুয়েল ভুঁইয়া, সহ-প্রচার সম্পাদক আশিকুর রহমান রিফাত, সমাজসেবা বিষয়ক সম্পাদক সুমন হাজারী, উপ-সমাজসেবা বিষয়ক সম্পাদক রিয়াদুল ইসলাম অনু, ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক ফখরুল ইসলাম মজুমদার, সহ-ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক মোঃ মাইনুল হাসান মাহির, ক্রীড়া সম্পাদক জাহিদ হাসান ভুঁইয়া, সহ-ক্রীড়া সম্পাদক সাখাওয়াত বিন হারুন মজুমদার, উন্নয়ন সম্পাদক মোঃ রায়হান মোতাসির, ধর্ম বিষয়ক সম্পাদক আবির ভুঁইয়া, উপ-ধর্ম বিষয়ক সম্পাদক জাবের হাজারী, ছাত্র বৃত্তি সম্পাদক মোঃ রবিউল হক ভুঁইয়া, সদস্য আবদুস সামাদ আজাদ, তানিম হাজারী ও আব্দুল্লাহ হাজারী। যুব কমিটির সভাপতি মো. শাহ্ মহিউদ্দীন শাহীন তার বক্তব্যে বলেন, আমাদের ভবিষ্যত প্রজন্মকে সুন্দর একটি পরিবেশের ভেতর দিয়ে বেড়ে উঠার সুযোগ দিতে হবে। আমরা আমাদের ছেলে মেয়েদের যেমন পরিবেশ দিবো তারা ঐ পরিবেশের সাথেই নিজেদের মানিয়ে নিবে এবং বেড়ে উঠবে। তাই আমরা চাই যুব কমিটির মাধ্যমে সুন্দর একটি পরিবেশ তৈরী হোক এবং যুব কমিটি তা করতে পারবে বলে আমি আশাবাদী। ইভটিজিং, মাদকের ছড়াছড়ি, বহিরাগতদের উৎপাত, কিশোরগ্যাং এর দৌরাত্ম ইত্যাদি থেকে সমাজ তথা রাষ্ট্রকে সুরক্ষিত রাখতে যুবকদের অগ্রণী ভ‚মিকা রাখতে হবে। সুন্দর একটি সমাজ প্রতিষ্ঠার ক্ষেত্রে আমাদের অগ্রজদের পাশাপাশি অনুজদের ভ‚মিকা রাখার সুযোগ রয়েছে। সৃজনশীল মেধাবী তরুনরাই আমাদের এ সমাজকে আদর্শ একটি সমাজে রূপ দিতে পারবে বলে আমি মনে করি। যুব কমিটির সভাপতি সকলের দোয়া ও সহযোগীতা কামনা করেন। অনুষ্ঠান শেষে দোয়া পরিচালনা করেন অত্র মসজিদের খতিব মাওঃ আমির হোসেন।