পর্তুগালে বিশ্বের সবচেয়ে বড় তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্মেলন ওয়েব সামিটের উদ্বোধন হয়েছে। প্রথমবারের মতো সংস্থাটির প্রধান উদ্যোক্তা প্যাডি কসগ্রেভকে ছাড়াই এটি আয়োজিত হতে যাচ্ছে। সোমবার (১৩ নভেম্বর) পর্তুগালের রাজধানী লিসবনে এর উদ্বোধন করা হয়।
এ বছর ইভেন্টে দুই হাজার ৬০০টি স্টার্ট-আপ রয়েছে, যা ওয়েব সামিটের ইতিহাসের সর্বোচ্চ। এছাড়া, মোট ১৬০টি দেশের প্রতিনিধিত্ব করবেন মোট ৯০০ জন বিনিয়োগকারী, ৩০০ অংশীদার ও ৮০০ জন বক্তা। এতে মোট অংশগ্রহণকারীর সংখ্যা ৭০ হাজার। তাছাড়া, এতে যুক্ত হয়েছেন প্রায় দুই হাজার গণমাধ্যম কর্মী। এদিকে, ইসরাইল ও হামাসের মধ্যকার যুদ্ধের প্রেক্ষাপটে ফিলিস্তিনের পক্ষ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি স্ট্যাটাস দেওয়ার ঘটনায় এই আসর থেকে নিজেদের প্রত্যাহার করে নেয় ইসরাইল এবং বিশ্বের অন্যান্য দেশের বড় কয়েকটি প্রযুক্তি প্রতিষ্ঠান।
এমন পরিস্থিতিতে বিষয়টি সামাল দিতে গত ২১ অক্টোবর প্রধান নির্বাহীর পদ থেকে পদত্যাগ করেন প্যাডি কসগ্রেভ। তার স্থলাভিষিক্ত হয়েছেন উইকিমিডিয়া ফাউন্ডেশনের সাবেক পরিচালক ক্যাথরিন মাহের। এবারের আসরে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের বিষয়টি সবচেয়ে বেশি প্রাধান্য পাচ্ছে। তবে আরও গুরুত্বপূর্ণ যে বিষয়টি হলো— প্রায় এক-তৃতীয়াংশ স্টার্টআপের কমপক্ষে একজন নারী উদ্যোক্তা রয়েছেন। একইসঙ্গে এবারের অংশগ্রহণকারীদের মধ্যে ৪২ শতাংশ নারী, গত আসরে যা ছিল মাত্র ২৬ শতাংশ।
উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংস্থাটির নতুন প্রধান নির্বাহী ক্যাথরিন মাহের, লিসবন সিটির মেয়র কার্লোস মোয়েদা এবং সমুদ্র ও অর্থনীতি বিষয়ক মন্ত্রী কস্তা সিলভাসহ বিশ্বের বিভিন্ন শীর্ষ স্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠানের কর্মকর্তারা। আগামী বৃহস্পতিবার (১ নভেম্বর) পর্যন্ত চলবে এই প্রযুক্তি সম্মেলনটি।