পরশুরাম প্রতিনিধি :
পরশুরাম পৌর যুবদলের যুগ্ম আহবায়ক মিসফাকুস সামাদ রনি (৩৩) কে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর আহত করা হয়েছে। এসময় তার দোকানে ভাংচুর করা হয়। পরশুরাম উপজেলা সদর এলাকায় হাসপাতাল মোড়ে কলেজ রোড়ে এঘটনা ঘটে।
উপজেলা ও জেলা বিএনপি এই হামলার জন্য ছাত্রলীগ ও যুবলীগ নেতা কর্মীদের দায়ী করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, গত সোমবার দুপুর ১ টা দিকে ছাত্র লীগের কর্মীহিসেবে পরিচিতি ১০/১২ জন তরুণ লোহার রড় ও লাঠি সোটা নিয়ে পরশুরাম হাসপাতাল মোড়ে কলেজ রোড়ে রনি টাইলস নামে একটি দোকানে ঢুকে পৌর যুবদলের যুগ্ম আহবায়ক মিসফাকুস সামাদ রনি উপর হামলা করা হয়। হামলা কারিরা রনিকে লোহার রড় ও লাঠি দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর আহত করা হয়। একপর্যায়ে তারা দোকানের গ্লাস, টাইলস সহ বিভিন্ন আসবাবপত্র ভাংচুর করে। এসময়ে স্থানীয় লোকজন এগিয়ে গিয়ে রনিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
পরশুরাম উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আবুল খায়ের লিটন জানান পৌর যুবদলের যুগ্ম আহবায়ক মিসফাকুস সামাদ রনি উপর হামলার ঘটনায় ছাত্র লীগ ও যুবলীগের কর্মিরা জড়িত।
উপজেলা বিএনপির আহবায়ক আবদুল হালিম জানান,, ছাত্রলীগ ও যুবলীগের কর্মীরা যুবদলের নেতা রনিকে লোহার রড় ও লাঠি দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর আহত করা হয়।তিনি এই হামলার জন্য তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। এবং হামলা কারিদের অতিবিলম্বে গ্রেপ্তারের দাবি জানান।
অপরদিকে উপজেলা ছাত্র লীগের সভাপতি আবদুল আহাদ চৌধুরী জানান গত বেশ কিছু দিন ধরে পরশুরাম উপজেলা বিএনপির দুগ্রুফে বিরোধ চলে আসছে। এই সব দন্ধ তাদের গ্রুফিংয়ের ফসল।টই বিরোধে জেরে বিএনপি পৌর যুবদলের যুগ্ম আহবায়ক মিসফাকুস সামাদ রনি উপর হামলা করা হয়েছে বলে তিনি শুনেন।
পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাইফুল ইসলাম জানান তিনি লোকের মূখে হামলার ঘটনা শুনেন।তবে লিখিত অভিযোগ পাওয়া গেলে আইনত ব্যবস্থা নেওয়া হবে।