Home » পরশুরামে বিএনপির বিক্ষোভ কর্মসূচির প্রতিবাদে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল

পরশুরামে বিএনপির বিক্ষোভ কর্মসূচির প্রতিবাদে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল

by aadmin

মোঃ মহি উদ্দিন, পরশুরাম :

সম্প্রতি ফুলগাজীতে বনবাসী অসহায় অনাহার মানুষের মাঝে ত্রান বিতরণের বাধা কে কেন্দ্র করে বিএনপি ডাকা বিক্ষোভ কর্মসূচি প্রতিহত করার লক্ষ্যে পরশুরাম উপজেলা ছাত্রলীগ বিক্ষোভ মিছিল ও শোডাউন এর আয়োজন করা হয়। পরশুরাম উপজেলা ছাত্রলীগ জানান, ফেনী জেলা ছাত্র লীগের নির্দেশে পরশুরাম উপজেলা ছাত্রলীগের বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়েছে। তিনি আরও জানান, বিএনপি ডাকা কর্মসূচি নৈরাজ্য ও নাশকতার ঘটনার প্রতিবাদ পরশুরাম উপজেলা ছাত্রলীগ বিক্ষোভ মিছিল ও বাজার শোডাউন করেছে ছাত্রলীগ। এ বিক্ষোভ কর্মসূচি পরশুরাম উত্তর বাজার থেকে শুরু করে দক্ষিণ বাজার পর্যন্ত শোডাউন করেছে ছাত্রলীগ।

রোববার ৩ জুলাই সকালে মোটরসাইকেল যোগে পরশুরাম বাজার শোডাউন করেছে ছাত্রলীগ।পরে পরশুরাম উপজেলা আওয়ামী লীগের অফিসের সামনে বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়। উক্ত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন পরশুরাম উপজেলা ছাত্র লীগের সভাপতি আবদুল আহাদ চৌধুরী ও সাধারণ সম্পাদক রকিবুল হাসান রাসেল।
এছাড়াও পরশুরাম উপজেলা ছাত্র লীগের কলেজ ছাত্র লীগ,পৌর৷ ছাত্র লীগ এবং বিভিন্ন ইউনিয়নের ছাত্র লীগের নেতৃবৃন্দ উপস্থিতি দেখা যায়।

আরো খবর