Home » পরশুরামে পিকআপের ধাক্কায় সিএনজি চালক নিহত

পরশুরামে পিকআপের ধাক্কায় সিএনজি চালক নিহত

by আজকের সময়
পরশুরাম প্রতিনিধি, আজকের সময়   :
ফেনীর পরশুরাম-ছাগলনাইয়া সড়কের সলিয়া দিঘির নামক স্থানে পিকআপ ভ্যানের ধাক্কায় ঘটনাস্থলে সিএনজি চালক তাজুল ইসলাম (২৭) নিহত হয়েছেন। সে বক্সমাহমুদ ইউনিয়নের নরনীয়া গ্রামের নুর মোহাম্মদ এর ছেলে।
স্থানীয়রা জানায়, পরশুরাম – ছাগলনাইয়া সড়কের সলিয়া দিঘীর সামনে বৃহস্পতিবার রাত  ৯ টা ৩০ মিনিটের  সময়  মর্মান্তিক  সড়ক দুর্ঘটনা ঘটেছে। এছাড়াও সিএনজি -পিকআপ মুখোমুখি সংঘর্ষে ৩ জনের অবস্থা আশংকাজনক হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে ।
আহতরা হচ্ছে মুন্সীরখীল গ্রামের  মৃত মোঃ মিয়ার ছেলে মোঃ আজম, একই গ্রামের আজুর ছেলে মোঃ নাঈম, নরনীয়া গ্রামের বাহার উদ্দিনের ছেলে মোঃ কাউচার ।
পরশুরাম থানা অফিসার ইনচার্জ জানান, বৌভাত অনুষ্ঠান শেষে ফেরার পথে এ দূর্ঘটনা ঘটে। সিএনজি চালক নিহতের বিষয়টি তিনি নিশ্চিত করেন।

আরো খবর