স্টাফ রিপোর্টার :
সরকার অনুমোদিত স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন প্রধান শিক্ষক ফারুক ভূঞা মেমোরিয়াল যুব ফাউন্ডেশনের আয়োজনে দাগনভূঞা উপজেলার বিজয়পুর ইসলামিয়া মাদ্রাসায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন মঙ্গলবার সকালে অনুষ্ঠিত হয়।
এফবিএম ফাউন্ডেশনের উপদেষ্টা ও বিজয়পুর ফাউন্ডেশনের চেয়ারম্যান একরামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ ইফতেখার উদ্দিন।
প্রধান শিক্ষক ফারুক ভূঞা মেমোরিয়াল যুব ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক সাংবাদিক এম শরীফ ভূঞার পরিচালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দুধমুখা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ তাজ উদ্দিন, চৌদ্দগ্রাম আলকরা ইউনিয়ন আওয়ামীলীগ নেতা শামীম হোসেন, ফেনী সাংবাদিক ইউনিটির কোষাধ্যক্ষ আহসান উল্যাহ, বিজয়পুর মাদ্রাসা প্রধান আমিরুল ইসলাম, পরিচালনা কমিটির সহসভাপতি মোঃ সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক আবদুর রাজ্জাক শিমুল, দাগনভূঞা প্রেসক্লাবের প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এটিএম আতিকুল ইসলাম বাদল, ফেনী পলিটেকনিক ইনস্টিটিউট আজকের সময় ক্যাম্পাস প্রতিনিধি আবদুল আজিজ সায়েম প্রমুখ।
বিজয়পুর ফাউন্ডেশনের চেয়ারম্যান একরামুল হক কে ২০২৪ সালের এফবিএম পদক প্রদান করা হয়। শেষে অতিথিবৃন্দ অর্ধশতাধিক শিক্ষার্থীর মাঝে খাতা, কলম ও ব্রাশ সহ বিভিন্ন শিক্ষা উপকরণ উপহার তুলে দেন।
প্রধান শিক্ষক ফারুক ভূঞা মেমোরিয়াল ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরন
৯৭