আজ বুধবার, জানুয়ারি ২২ ২০২৫ | ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ - শীতকাল | ২৩শে রজব, ১৪৪৬ হিজরি
Home » পবিত্র মদিনায় দীর্ঘ ত্রিশ বছর ফ্রিতে চা ও মিষ্টি বিতরন করেন এক বৃদ্ধ

পবিত্র মদিনায় দীর্ঘ ত্রিশ বছর ফ্রিতে চা ও মিষ্টি বিতরন করেন এক বৃদ্ধ

by আজকের সময়

দেলোয়ার হোসেন সুমন, সৌদি আরব প্রতিনিধি :

দীর্ঘ ত্রিশ বছর যাবত মদিনা মসজিদুল নববীর পাশে ফ্রিতে চা ও মিষ্টি পরিবেশন করেন এ বৃদ্ধ। বিশ্বের নানান দেশ থেকে হজ্বে ও ওমরাতে আশা হাজীদের ফ্রিতে হরেক রকমের চা পরিবেশন করেন। স্থানীয়রাও অনেক দূর দুরান্ত থেকে আসে তার চা পান করার জন্য।

মহান আল্লাহতালার প্রেরিত রাসূল ও ইসলামের শেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ (সা.) মানবজাতির মধ্যে সবচেয়ে বড় উদার ব্যক্তি ছিলেন। শত্রুরাও তার কাছ থেকে উদারতা ছাড়া আর কিছু আশা করতো না। কারণ তাদের প্রতিও তিনি দয়াবান ছিলেন।

আর মহানবীর অনুসারীরা সব সময় উদারতার পরিচয় দেন। এরইমধ্যে রাসূলে পাক (সা:) এর স্মৃতিবিজড়িত শহর পবিত্র মদিনাতে এক অন্যরকম উদার ব্যক্তির সন্ধান পাওয়া গেছে।

তিনি ঐতিহাসিক কুবা মসজিদের সামনের সড়কে বসে ফ্রিতে মুসল্লিদের চা ও মিষ্টান্ন পরিবেশন করেন। এ সময় তার আশেপাশে সহযোগিতার জন্য কখনো ছেলে কখনো নাতিরা রাখেন।

 

বৃদ্ধ প্রতিদিন বেশ কয়েকটি ফ্লাক্সে চা ও প্রচুর কাপ নিয়ে বসেন আসরের নামাজের পরে। নামাজ পড়তে আসা মুসল্লি বা দর্শনার্থীদের চা পরিবেশন করেন তিনি। লোকটি বিনিময়ে কোনো নেন না। তার অসাধারণ কাজে প্রত্যেক মানুষ মুগ্ধ হন।

মহানবী রাসূলের (সা:) অনুসারী হিসেবে সবার সঙ্গে সদাচরণ করা, সহায়তা করা উচিত। সবার উচিত, যেকোনো সমস্যায় সবার পাশে দাঁড়ানো। সৎ কর্ম করা নবীজির সুন্নত আদায় করা। এমনটাই মনে করেন এই বৃদ্ধ মহান মানুষটি।

আরো খবর