দাগনভূঞা প্রতিনিধি :
দাগনভূঞা উপজেলার সিন্দুরপুর সমাজ উন্নয়ন সংস্থার ঈদ পূর্ণমিলনী, এপ্রোন উন্মোচন এবং আইডি কার্ড হস্তান্তর অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন করা হলো।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রলীগ সাবেক সদস্য সভাপতি সিন্দুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সুমন চন্দ্র ভৌমিক।
সংগঠনের আজকের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিন্দুরপুর সমাজ উন্নয়ন সংস্থার সভাপতি আব্দুল আহাদ।
এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের ব্র্যান্ড এম্বাসেডর তারিফুল ইসলাম ও প্রধান সমন্বয়ক শাহীন সরওয়ার সহ সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ ও সেচ্ছাসেবীবৃন্দ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সম্মানিত সাধারণ সম্পাদক মোহাম্মদ রাসেল।
অনুষ্ঠান পবিত্র কোরআন তেলওয়াত ও গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন সেচ্চাসেবী সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার জন্য এবং সেচ্ছাসেবীদের কাজে বিভিন্ন পরামর্শ ও অনুপ্রেরণা মুলক কথা বলেন এবং যেকোনো মানবিক ও সামাজিক কাজে প্রয়োজনে সহযোগিতার জন্য সব সময় সংগঠনের পাশে থাকবেন।