Home » দাগনভূঞা উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

দাগনভূঞা উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

by আজকের সময়

দাগনভূঞা প্রতিনিধি :
দাগনভূঞা উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। শনিবার সকাল ১০ টায় অত্যান্ত সুশৃংখলভাবে যথাসময়ে উপজেলার ৭ টি কেন্দ্রে একযোগে পরীক্ষা শুরু হয়।
বৃত্তি পরিচালনা কমিটি নেতৃবৃন্দ জানান, প্রথম থেকে পঞ্চম শ্রেণির ৩১ টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এ পরীক্ষায় অংশগ্রহণ করেন। এসময় দাগনভূঞা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জসিম উদ্দিন, এসোসিয়েশনের সাবেক সেক্রেটারি জমির বেগ সহ বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষকবৃন্দ, পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন।
উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ ইউসুফ মিয়াজী জানান, দাগনভূঞা বালিকা উচ্চ বিদ্যালয় সহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের সাত টি কেন্দ্রে প্রায় ১৩ শ’ শিক্ষার্থী আনন্দঘন পরিবেশে পরীক্ষায় অংশগ্রহণ করে।
এসোসিয়েশনের সভাপতি গোলাম কিবরিয়া আজাদ অংশগ্রহণকারী সকল শিক্ষার্থী, অভিভাবক ও বৃত্তি পরিচালনা সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান। আগামীতে আরো বৃহৎ পরিসরে বৃত্তি পরীক্ষা আয়োজনের আশা ব্যক্ত করেন।

আরো খবর