১২৩
আজকের সময় প্রতিবেদক :
আলোকিত সমাজ গঠনের প্রত্যয় প্রতিপাদ্যকে সামনে রেখে স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন দাগনভূঞা ইয়ুথ সোসাইটির উদ্যোগে মঙ্গলবার সকালে দারুস সুন্নাহ ইসলামিয়া মাদ্রাসায় শিক্ষা সামগ্রী উপহার বিতরন অনুষ্ঠিত হয়।
দাগনভূঞা ইয়ুথ সোসাইটির প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক এম শরীফ ভূঞার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন মাতুভূঞা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল্লাহ আল মামুন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন দাগনভূঞা দুধমুখা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ তাজ উদ্দিন, ছাগলনাইয়া করৈয়া বহুপার্শ্বিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহিরুল আলম, সিনিয়র সহ-সভাপতি উপসহকারি কৃষি কর্মকর্তা আবদুল্যাহ আল মারুফ, সানরাইজ ফাউন্ডেশনের উপদেষ্টা সদস্য কবি রেজাউল হক হেলাল, আইন সম্পাদক এড. এবিএম রিয়াজুল ইসলাম, দারুস সুন্নাহ মাদ্রাসা প্রধান হাফেজ সাদ্দাম হোসেন মারুফ, প্রচার সম্পাদক এমএম রহমান সোহেল, প্রকাশনা সম্পাদক এটিএম আতিকুল ইসলাম, দপ্তর সম্পাদক আলা উদ্দিন লিংকন, যুব সম্পাদক নজরুল ইসলাম সোহাগ, রফিকুল ইসলাম সুমন, এটিএম আজহারুল হক প্রমুখ।
শেষে অতিথিবৃন্দ মাদ্রাসার কর্তৃপক্ষের হাতে শিক্ষা উপকরণ তুলে দেন।