দাগনভূঞা প্রতিনিধি:
সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন দাগনভূঞা ইয়ুথ সোসাইটির আয়োজনে বৃক্ষরোপন অভিযান ও শিক্ষার্থীদের মাঝে বিনামূল্য ফলজ গাছের চারা বিতরন অনুষ্ঠিত হয়।
রবিবার সকালে দাগনভূঞা উপজেলার আমুভূঞার হাট হাছানিয়া দাখিল মাদ্রাসা মিলনায়তনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দাগনভূঞা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সাইফ উদ্দিন আহমদ।
পূর্বচন্দ্রপুর মডেল ইউনিয়নের চেয়ারম্যান মাসুদ রায়হানের সভাপতিত্বে ও ইয়ুথ সোসাইটির সাবেক সভাপতি সাংবাদিক এম শরীফ ভূঞার সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মাদ্রাসার সুপার মাওলানা বিল্লাল হোসেন, দাগনভূঞা ইয়ুথ সোসাইটির সিনিয়র সহ-সভাপতি ও ডিঃ কৃষিবিদ আব্দুল্লাহ আল মারুফ, সাধারণ সম্পাদক বুলবুল আহাম্মদ, সাবেক সাধারণ সম্পাদক কাজী ইফতেখার, প্রকাশনা সম্পাদক এটিএম আতিকুল ইসলাম বাদল, মাদ্রাসা পরিচালনা কমিটির সাবেক সদস্য বাবর মোঃ সেলিম প্রমুখ।
শেষে শতাধিক শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়।