দাগনভূঞা প্রতিনিধি :
২১ অক্টোবর শুক্রবার, ফেনী ইসলাম পুর রোডস্থ জেলা বিএনপির কার্যালয় বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দলের ৫১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। নিজাম উদ্দিন কে আহবায়ক ও মাস্টার আবদুল করিম কে সদস্য সচিব করে এ আহবায়ক কমিটির অনুমোদন দেয়া হয়েছে।
ফেনী জেলা আহবায়ক সারওয়ার জাহান শ্রাবণ ও সদস্য সচিব মো: ইয়াছিন উক্ত কমিটির অনুমতি দিয়েছেন।
কমিটির যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম মিয়া, রাহাতুল ইসলাম, আবদুল মতিন, আবদুল কালাম ভূঞা, অহিদুর রহমান সেলিম, সাহাব উদ্দিন, ফজলুল হক, রফিকুল ইসলাম, জাহাঙ্গীর আলম, এমাম হোসেন, মো: ফারুক, মো: হারুনুর রশিদ, আশ্রাফুল আলম সাহাব উদ্দিন, ফরিদ আহমেদ, মো: খোকন, জাহাঙ্গীর আলম ও দিল মোহাম্মদ মাইফুল।
আগামী ৯০ দিনের মধ্যে প্রতিটি ইউনিয়নে প্রতিনিধি সভার মাধ্যমে শক্তিশালী ইউনিয়ন কমিটি গঠন করে জেলা কমিটির নিকট পুর্ণাঙ্গ কমিটি জমা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।