দাগনভূঞা প্রতিনিধি :
ফেনীর দাগনভূঞা উপজেলার ইয়াকুবপুর ইউনিয়নের দেবরামপুর গ্রামে সন্ত্রাসীদের হামলায় নুর নবী (৭০) নামে এক বৃদ্ধ ও তার পুত্র মোহাম্মদ নুরুল হুদা (৪৫) আহত হয়।
০৫ জুন সোমবার সকালে দেবরামপুর গ্রামের ০৮ নং ওয়ার্ডে জয়নাল আবদিন মেম্বার বাড়ির আঙিনায় মুখোশদারি সন্ত্রাসীদের হামলায় আহত দুইজনকে উদ্ধার করে স্থানীয়রা দাগনভূঞা মা ও শিশু হাসপাতালে ভর্তি করে।
প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, পূর্বশত্রুতার জের ধরে ০৫ জুন সোমবার সকালে মোহাম্মদ নুরুল হুদা ও তার পিতা বয়োবৃদ্ধ নুরনবীর উপর দেশীয় অস্ত্র দিয়ে হামলা করে সন্ত্রাসীরা। এতে বৃদ্ধ নুরনবীর পায়ে মারাত্মক আঘাত হয় ও বৃদ্ধার পুত্র মোহাম্মদ নুরুল হুদা বাম হাতে আঘাতপ্রাপ্ত হয়ে আহত হয়।
এদিকে সন্ত্রাসীদের ভয়ে নারী ও শিশুরা ঘরবন্ধি হয়ে মানবেতর জীবনযাপন করছে। মুখোশধারী অজ্ঞাত সন্ত্রাসীরা হাসপাতালে আক্রমণ করার কথা জানলে চিকিৎসা নিতে নিজ এলাকা ছাড়তে বাধ্য হোন আহত পিতা পুত্র।
জানা যায়, সন্ত্রাসীদের ভয়ে স্ত্রী ও সন্তানদের নিয়ে এলাকা ছেড়েছেন মোহাম্মদ নুরুল হুদা। জীবনের নিরাপত্তা নিয়ে শংকিত পরিবারের অন্য সদস্যরাও।
বয়োবৃদ্ধ নুর নবী জানান, গত ২২ মার্চ অজ্ঞাত সন্ত্রাসীরা আমাদের ফসলী জমির সম্পদ নষ্ট করে। এ ঘটনায় স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য, চেয়ারম্যান ও দাগনভূঞা থানা কে জানালে সন্ত্রাসীরা ক্ষিপ্ত হয়ে এমন হামলার ঘটনা ঘটিয়েছে। সন্ত্রাসীরা সরকার দলের রাজনৈতিক কর্মী হওয়ায় স্থানীয় ইউনিয়ন পরিষদ বিচার করতে অপরাগতা প্রকাশ করে। বিচার না পেয়ে এলাকা ছাড়তে বাধ্য হোন নুরনবীর পরিবার।
দাগনভূঞা মা ও শিশু হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা: একেএম মুসফিকার হায়দার (সায়েম) আজকের সময় কে জানান, দেবরামপুর গ্রামের পিতা-পুত্র আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়। তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। আঘাত গুরুত্বর হওয়ায় উন্নত চিকিৎসার প্রয়োজন।