১১৪
দাগনভূঞা প্রতিনিধি :
দাগনভূঞা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদা আক্তার তানিয়া শ্রেষ্ঠ জাতীয় শুদ্ধাচার নির্বাচিত হয়েছেন। তিনিই ফেনীর ৬টি উপজেলার মধ্যে এ সম্মাননা পেলেন।
রবিবার ফেনী জেলা প্রশাসকের কার্যালয়ে জাতীয় শুদ্ধাচার পুরস্কারটি তার হাতে তুলে দেন জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ-উল হাসান। এ শ্রেষ্ঠত্বের পুরস্কারে ছিল নগদ অর্থ, সম্মাননা ক্রেস্ট ও সনদ।
সম্মাননা পাওয়ায় অভিনন্দন জানান সানরাইজ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাংবাদিক এম শরীফ ভূঞা, নির্বাহী পরিচালক আবদুল্যাহ আল মারুফ, দাগনভূঞা ইয়ুথ সোসাইটির সভাপতি গোলাম সরওয়ার, সাধারণ সম্পাদক বুলবুল আহাম্মদ, প্রেসিডিয়াম সদস্য সাংবাদিক কাজী ইফতেখার ও ব্যাংকার নবীউল হক খানসাব।
এছাড়া উপজেলা ও জেলার অফিসার ও জনপ্রতিনিধিরা শুভেচ্ছা জানান।