৯৩
কাজী ইফতেখারুল আলম, দাগনভূঞা (ফেনী) প্রতিনিধি:
ফেনীর দাগনভূঞা উপজেলায় পৃথক অভিযানে সাজাপ্রাপ্ত পলাতক দুই আসামি কে গ্রেপ্তার করেছে দাগনভূঞা থানা পুলিশ। শুক্রবার রাতে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার দুই সাজাপ্রাপ্ত আসামি হলেন উপজেলার পশ্চিম সেকান্দরপুর আবু সুফিয়ান ছেলে মো: সাইফুল ইসলাম ও পূর্ব করমুল্যাপুর গ্রামের মো: নাজমুল আলমের ছেলে মো: মাজহারুল ইসলাম।
দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসান ইমাম বলেন, সিআর মামলার সাইফুল ইসলামকে ছয় মাসের সাজাপ্রাপ্ত এবং জিআর মামলার মো: মাজহারুল ইসলাম এক বছরের কারাদন্ড দিয়েছিল আদালত। রায় ঘোষণার পর থেকেই দুই আসামি পলাতক ছিলেন। আজ শনিবার তাদের দুই জনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।