Home » দাগনভূঞায় নতুন ইউএনও নিবেদিতার যোগদান

দাগনভূঞায় নতুন ইউএনও নিবেদিতার যোগদান

by আজকের সময়
দাগনভূঞা প্রতিনিধি :
ফেনীর দাগনভূঞায় নতুন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে যোগদান করেছেন নিবেদিতা চাকমা।
মঙ্গলবার দাগনভূঞা উপজেলা নির্বাহী অফিসের কার্যালয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে কার্যক্রম শুরু করেন তিনি।
এর আগে, গত সোমবার ফেনী জেলা প্রশাসক (ডিসি) মুছাম্মৎ শহীনা আক্তারের কাছে যোগদানপত্র দাখিল করেন তিনি।
নিবেদিতা চাকমা ৩৪তম বিসিএসের (প্রশাসন) একজন কর্মকর্তা। তার নিজ জেলা খাগড়াছড়ি। দাগনভূঞায় যোগদানের আগে চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে সিনিয়র সহকারী কমিশনার হিসাবে কর্মরত ছিলেন। তিনি শেরে বাংলা কৃষি বিশ্বিবদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন।
দাগনভূঞার নবাগত ইউএনও নিবেদিতা চাকমা বলেন, সকলের সহযোগিতায় এ উপজেলাকে আরো সমৃদ্ধ করতে আমি বদ্ধ পরিকর। দাগনভূঞা উপজেলা প্রশাসনকে জনবান্ধব হিসেবে গড়ে তুলতে চাই। সেক্ষেত্রে সরকারি দায়িত্ব পালনের মাধ্যমে সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠায় তানোর উপজেলার জনপ্রতিনিধি, সুশীল সমাজ, গণমাধ্যম কর্মীসহ সকল শ্রেণি-পেশার মানুষের সক্রিয় সহযোগিতা কামনা করছি।
উল্লেখ্য; বদলিকৃত ইউএনও নাহিদা আক্তার তানিয়া চট্টগ্রাম রাবার বোর্ডের উপপরিচালক পদে বদলি হয়েছেন।
কাজী ইফতেখারুল আলম/আজকের সময়।

আরো খবর