Home » দাগনভূঞায় গলা ফাঁস দিয়ে দুইজনের আত্মহত্যা

দাগনভূঞায় গলা ফাঁস দিয়ে দুইজনের আত্মহত্যা

by আজকের সময়

দাগনভূঞা প্রতিনিধি :
ফেনীর দাগনভূঞায় একদিনে দুটি আত্মহত্যার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ। বুধবার উপজেলার রশিদপুর ও আজিজ ফাজিল পুর এলাকায় পৃথক এ ঘটনা ঘটে। দুজনের মরদেহ ফেনী জেনারেল হাসপাতালে প্রেরন করা হয়েছে।

তারা হলেন, দাগনভূঞা সদর ইউনিয়নের রশিদপুর গ্রামের মৃত ফকির আহম্মদের মেয়ে শাহানা আক্তার (২৫) সে দাগনভূঞা পৌরসভা সাওদাগর বাড়ী সড়কের হক ভিলায় বাসা ভাড়া থাকতেন ও রামনগর ইউনিয়নের আজিজ ফাজিল পুর গ্রামের মিজানুর রহমান মিলনের মেয়ে রেহানা আক্তার মেঘলা (১৭)।

দাগনভূঞা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাসান ইমাম বলেন, সকাল ১০টার দিকে আজিজ ফাজিল পুর এলাকায় থেকে রেহানা আক্তার মেঘলা নামের একজন ও দুপুর ৩টার দিকে দাগনভূঞা পৌরসভা সাওদাগর বাড়ী সড়কের হক ভিলা থেকে শাহানা আক্তার নামে আরেকজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। দুইজনে গলা ফাঁস দিয়ে আতœহত্যা করেছেন।

আরো খবর