ফেনী প্রতিনিধি :
ফেনীর দাগনভূঞায় আবদুল আজিজ স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে শীতার্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ রবিবার দাগনভূঞা পৌরসভার উদরাজপুর গ্রামে অনুষ্ঠিত হয়।
ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও প্রধান পৃষ্ঠপোষক স্বপ্নীল চেয়ারম্যান মঞ্জুরুল আলম টিপুর সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন দাগনভূঞা বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি আবুল কায়েশ রিপন, দাগনভূঞা উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মিজানুর রহমান হিরো, পৌরসভা কাউন্সিলর জিয়াউল হক, সাবেক কাউন্সিলর জিয়া উদ্দিন মাসুদ, ফেনী সাংবাদিক ইউনিটির সাধারণ সাম্পাদক এম শরীফ ভূঞা, দাগনভূঞা প্রেসক্লাবের সহ-সভাপতি কাজী ইফতেখারুল আলম, জুলফিকার আলম, দাগনভূঞা ইয়ুথ সোসাইটির প্রকাশনা সম্পাদক এটিএম আতিকুল ইসলাম (বাদল), ফেনী ইউনিভার্সিটি হিসাব বিভাগে কর্মরত মো: সায়েম, ফাউন্ডশনের সদস্য কবির মেম্বার প্রমুখ।
বক্তারা সকল স্বেচ্ছাসেবী সংগঠন ও বিত্তবানদের শীতার্থদের পাশে এগিয়ে আসার আহ্বান জানান।
শেষে মরহুম আবদুল আজিজের আত্মার মাগফেরাত কামনায় দোয়া পরিচালনা করেন বায়তুন নুর জামে মসজিদের ইমাম মাওলানা আরমান।