Home » দাগনভূঞায় হোসেন আহাম্মদ ইসলামিয়া মাদ্রাসার পুরস্কার বিতরন ও সংবর্ধনা

দাগনভূঞায় হোসেন আহাম্মদ ইসলামিয়া মাদ্রাসার পুরস্কার বিতরন ও সংবর্ধনা

by আজকের সময়

দাগনভূঞা প্রতিনিধি :

দাগনভূঞা উপজেলার উত্তর চন্ডিপুর মাস্টার পাড়া হোসেন আহাম্মদ ইসলামিয়া হাফেজিয়া নূরানী ও এতিমখানা মাদ্রাসা বার্ষিক পুরস্কার বিতরণ, অভিভাবক সমাবেশ ও দুই জন হাফেজ শিক্ষার্থীকে পাগড়ি পরিধান, গুণীজন সম্মাননা প্রদান শনিবার সকালে মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।

মাদ্রাসার সভাপতি বেলায়েত হোসেন দুলুর সভাপতিত্বে ও মাদ্রাসার অর্থ সম্পাদক উপসহকারি কৃষি অফিসার আবদুল্লাহ আল মারুফের সঞ্চালনার প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী ও শিক্ষানুরাগী চৌধুরী মমিন উল্যাহ।

বিশেষ অতিথি ছিলেন উত্তর চন্ডিপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা ফয়েজ উল্লাহ, বিশিষ্ট ব্যবসায়ী আনোয়ারুল ইসলাম স্বপন, উত্তর চন্ডিপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসার সহকারী মৌলভী মাওলানা আইয়ুব আলী, আবদুল হক মাস্টার জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা তারিক মুসলিম, সংগঠক ইস্কান্দার শাহাজাদা বাবু। আরো বক্তব্য রাখেন মাদ্রাসার সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মতিন, সুপার হাফেজ আবুল বাশার, শিক্ষক হাফেজ শামীম, দাগনভূঞা নিশাত শাড়ি বিতানের স্বত্বাধিকারী হেলাল উদ্দিন, উত্তর চন্ডিপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসার পরিচালনা পর্ষদের অভিভাবক সদস্য আমির হোসেন, প্রবাসী মোহাম্মদ ফরিদুল আলম মুন্না প্রমুখ।

অনুষ্ঠানে মাস্টার পাড়া উন্নয়ন ফোরামের উদ্যোগে সমাজ সেবা অবদান রাখা অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা মোহাম্মদ মোস্তফা মিয়া ও বীর মুক্তিযোদ্ধা নূর নবীকে সম্মাননা স্মারক প্রদান এবং হেফজ শিক্ষার্থী মো: আব্দুল্লাহ আল আমিন ইয়াকুবপুর শিক্ষা উন্নয়ন বৃত্তি ফাউন্ডেশন কুরআন তেলোয়াত প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করায় সংবর্ধনা প্রদান করা হয়।

আরো খবর