Home » ঢাকাস্থ ফেনী জেলা ৯৩-৯৫ বন্ধুর আড্ডা 

ঢাকাস্থ ফেনী জেলা ৯৩-৯৫ বন্ধুর আড্ডা 

by আজকের সময়

আজকের সময় রিপোর্ট :   

ঢাকাস্থ ফেনীজেলা এসএসসি ৯৩, এইচ এস সি ৯৫ বন্ধুর নেহারী পাটি ও নাস্তার অনুষ্ঠান ১৬ সেপ্টেম্বর রোজ শুক্রবার সকাল ৭ টায় রাজধানীর আরামবাগের ক্যাফে মারলিন রেস্তোরা অনুষ্ঠিত হয়।
ফজর নামাজের পর থেকে বন্ধুরা রাজধানীর বিভিন্ন এলাকা থেকে একে একে আরামবাগ আসতে থাকে
বন্ধুদের প্রথমে পদ্ম, শাপলা, গোলাপ, বিভিন্ন ফুল দিয়ে বরণ করা হয়।
এরপরে বন্ধুদের ঐতিহ্যবাহী পুরান ঢাকার নেহারী, চাপাতি রুটি, নানরুটি, পরটা বিভিন্ন সবজি ও গরম গরুর দুধের চা দিয়ে বন্ধুদের অপ্যায়ন করা হয়।
বন্ধু সারওয়ার উদ্দিনের সৌজন্য
নাস্তার আয়োজনে খুব প্রাণবন্ত হয়ে উঠে।
নাস্তা শেষে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত আলোচনা অনুষ্ঠিত হয়
এতে বন্ধু এডভোকেট মোশারফ হোসেন বাদল সুপ্রীমকোটে প্র্যাকটিসের অনুমতি পাওয়া,
বন্ধু অ্যাডভোকেট মহসীন মজুমদার লেবার কোর্ট বার ঢাকার সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হওয়া, ও বন্ধু এ এস আই রাজন স্বেচ্ছাসেবক লীগের নেতা নির্বাচিত হওয়ায় বন্ধুদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা সংবর্ধনা দেওয়া হয়।
এতে মঞ্জুরুল আলাম টিপুর সঞ্চালনায় বক্তব্য রাখেন
মোঃ ইসমাইল নাসির, সরোয়ার উদ্দিন, মোশারফ হোসেন স্বপন, স্বাধীন, নুরুল কাদের, হাসান তালুকদার, অ্যাডভোকেট মোশাররফ হোসেন বাদল, অাব্বাস উদ্দিন, জসীমউদ্দীন, এডভোকেট মহসিন মজুমদার, রাজন , তোফায়েল আহমেদ প্রমুখ

আরো খবর