এম শরীফ ভূঞা, আজকের সময় :
বন্ধুর বন্ধন বাংলাদেশ এর আয়োজনে ঢাকা উত্তর, দক্ষিন ও বিভাগীয় কমিটির অভিষেক অনুষ্ঠান ও ঈদ পূণর্মিলনী ১৯ এপ্রিল শুক্রবার দিনব্যাপী ঢাকা বঙ্গবন্ধু নভোথিয়েটারের হলরুমে অনুষ্ঠিত হয়। দিনব্যাপী আয়োজিত অনুষ্ঠানে ঢাকার বন্ধুদের সাথে ফেনী থেকে অর্ধশতাধিক বন্ধু যোগ দেয়ায় অনুষ্ঠারের পূর্ণতা লাভ করে। প্রায় দুই শতাধিক বন্ধু ও পরিবারের সদস্যদের মিলনমেলায় পরিণত হয় নভোথিয়েটার হল। এসময় ঢাকা বিজয় স্বরনিতে অবস্থিত বঙ্গবন্ধু নভোথিয়েটারে প্রামাণ্য চিত্র উপভোগ, বিকেলে সামরিক যাদুঘর ঘুরে ঘরে ফিরেন বন্ধুরা।
অভিষেক অনুষ্ঠানে নতুন কমিটির সদস্যদের শুভেচ্ছা জানান বন্ধুর বন্ধন বাংলাদেশ এর প্রধান সংগঠক, পৃষ্ঠপোষক ও অতিথিবৃন্দ। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন সংগঠক কাজী ওবায়দুল হক সিরাজী। শুভেচ্ছা বক্তব্য রাখেন বন্ধুর বন্ধন সংগঠক আনোয়ারুল আজম। বন্ধুর বন্ধন বাংলাদেশ কার্যকরি কমিটির সিনিয়র সহ-সভাপতি ফরিদ উদ্দিন মিলন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এলজিইডি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব শামছুল হক দুলাল। বিশেষ অতিথি ছিলেন বন্ধুর বন্ধন বাংলাদেশে এর প্রধান সংগঠক ও পৃষ্ঠপোষক নাজমুল করিম ভুূইয়া সুমন, সংগঠক ও পৃষ্ঠপোষক অ্যাডভোকেট সাইফুল আলম, বন্ধুর বন্ধন বাংলাদেশ ঢাকা বিভাগীয় কমিটির সাবেক সভাপতি পৃষ্ঠপোষক এম তাহের উদ্দিন, ডিবিসি নিউজ ফেনী প্রতিনিধি আবু তাহের ভূঞা।
অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় সভাপতি ও পৃষ্ঠাপোষক সেফায়েত উল্লাহ। স্বাগত বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও পৃষ্ঠপোষক সাখাওয়াত পারভেজ ভূঁইয়া।
শেষে বন্ধুদের গল্পগুজব, ফটোসেশান, শুভেচ্ছা বিনিময় ও দর্শনীয় স্থান ঘুরে দেখেন।