১২৮
ফেনী প্রতিনিধি :
ফেনী জেলা প্রশাসন ও জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে পালিত হয় জাতীয় যুব দিবস। বুধবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তার। উপ-পরিচালক যুব উন্নয়ন অধিদপ্তর ফেনী সাইফুদ্দিন মোহাম্মদ হাছান আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক, (সার্বিক) অভিষেক দাস, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার হোসেন পাটোয়ারী, যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক আহম্মদ কবির মজুমদার, সাইফ উদ্দিন আহমেদ প্রমুখ। এসময় বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শেষে যুব উন্নয়ন অধিদপ্তরের পক্ষ থেকে যুব ঋণের চেক, সনদ বিতরন করা হয়।