Home » জন্মদিনে নোয়াখালী ওয়েব কবিরহাট প্রতিনিধিকে সম্মাননা প্রদান

জন্মদিনে নোয়াখালী ওয়েব কবিরহাট প্রতিনিধিকে সম্মাননা প্রদান

by আজকের সময়

সংবাদদাতা :

বৃহত্তর নোয়াখালীর পাঠক প্রিয় পত্রিকা দৈনিক নোয়াখালী ওয়েব পত্রিকার কবিরহাট উপজেলা প্রতিনিধি আবদুর রহমান জাহাঙ্গীর এর জন্মদিন উপলক্ষে, নোয়াখালী জেলার কবিরহাট উপজেলার ধানশালিক ইউনিয়নের একটি অরাজনৈতিক সামাজিক মানবিক সংগঠন মোহাম্মদ নগর মানবিক ফাউন্ডেশন এন্ড ব্লাড ব্যাংক দিনব্যাপী মানবিক কর্মসূচী গ্রহণ করে।
কর্মসূচির মধ্যে সকালে কোম্পানীগঞ্জ উপজেলার চরফকিরা ইউনিয়নের মুক্তিযোদ্ধা মার্কেটে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি দিয়ে শুরু করে একই উপজেলায় আবু হুরায়রা (রাঃ) মাদরাসার ছাত্রছাত্রীদের মাঝে মহাগ্রন্থ আল কুরআন বিতরণ, সমাসুল উলুম নূরানী মাদ্রাসায় শিক্ষা সামগ্রী ও কোরআন বিতরণ, মাজহারুল উলুম মাদরাসায় শিক্ষা সামগ্রী ও কোরআন বিতরণ, ধানশালিক বাজারে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি, চর ফকিরা ও ধানশালিক ইউনিয়নের অসহায় হতদরিদ্র শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়।
সন্ধ্যা আটটার সময় সংগঠনের স্থায়ী কার্যালয়ে সংগঠনের উপদেষ্টা দৈনিক নোয়াখালী ওয়েব পত্রিকার কবিরহাট উপজেলা প্রতিনিধি আবদুর রহমান জাহাঙ্গীর কে মানবাধিকার বাস্তবায়নে এবং সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ সম্মাননা পদক দেওয়া হয়।
একইসাথে সংগঠনের উপদেষ্টা কামাল হোসেন ও ইমরান হোসেন খোকন কে সম্মাননা স্মারক তুলে দেন সংগঠনের নেতৃবৃন্দ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আরো খবর