সংবাদদাতা : ফেনীর ছাগলনাইয়ায় ভাটিরবাগ নবাব শমসের গাজীর জগন্নাথ সোনাপুর নবাবের উত্তরাধিকারদের পৈতৃক সম্পত্তি স্থানীয় কিছু ভূমিখেঁকো অপশক্তি অবৈধভাবে দখল করার পায়তারা করছে। জমির মালিক দীর্ঘদিন ঢাকায় স্ব-পরিবারে বসবাস করায় ভূমি দস্যুদের কুনজরে পড়ে কামরুল গংদের পৈত্তিক সম্পত্তি দখলের। জানা যায়, মোস্তাফিজুর রহমান চৌধুরীর পুত্র কামরুল চৌধুরী অর্ধশত বছরের পুরনো এই জায়গায় চারা গাছ রোপন করতে গেলে কুচক্রীমহল বাধা দেয় ও প্রাণ নাশের হুমকি দেয়। এতে নিরাপত্তাহীনতায় ভুগছে কামরুল চৌধুরীর পরিবার। জমির মালিক আরিফুর রহমান চৌধুরী (কামরুল) জানান, শমসের গাজীর উত্তরাধিকার সুত্রে এ জমির মালিক আমার পিতা মোস্তাফিজুর রহমান চৌধুরী (সাহাব মিয়া)। ঐ সূত্রে এই জমির মালিক আমি, আমার মা ও আরো তিন ভাই-বোন। দীর্ঘ ৫০ বছর আমরা স্ব-পরিবারে গাজীপুর ঢাকায় থাকায় এ জমি পতিত হিসেবে পড়ে ছিল । বর্তমানে কৃষি ও সবুজ বনায়নে মনস্থির করে জমিতে বাগান করতে গেলে একটি মহল খেলার মাঠ দখল হচ্ছে বলে অপপ্রচার করে। বিষয়টি জানাজানি হওয়ার পর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সরেজমিনে পরিদর্শন করে কাগজপত্র খতিয়ে দেখে জমির মালিকানাস্বত্ত নিশ্চিত করেন। শুভপুর ইউনিয়ন ভূমি কর্মকর্তা হারুন ফরায়েজি জানান, দখলের অভিযোগ পেয়ে তদন্ত করে দেখা যায় জমিটি আরিফুর রহমান চৌধুরী কামরুল গং দের। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফখরুল ইসলাম জানান, ব্যক্তি মালিকানাধীন জায়গা অন্য কেউ দখলের সুযোগ নেই। কেউ বাধা দিলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
ছাগলনাইয়ায় নবাব শমসের গাজী ওয়ারিশদের সম্পত্তি দখলের পাঁয়তারা
১৬০