১৯১
আজকের সময় ডেস্ক: ছাগলনাইয়ায় একশ বোতল ফেন্সিডিলসহ আব্দুল মোমিন (৪৫) নামের এক মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। সকালে উপজেলার উত্তর মটুয়া থেকে তাকে আটক করা হয়েছে।
আটককৃত আব্দুল মোমিন ছাগলনাইয়া উপজেলার উত্তর মটুয়ার মনির আহম্মদ’র ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ফেনীর সহকারী পরিচালক মোহাম্মদ আবদুল হামিদ জানান, গোপন তথ্যের ভিত্তিতে ছাগলনাইয়া উপজেলার উত্তর মটুয়া গ্রামে অভিযান চালিয়ে আব্দুল মোমিন নামের এক মাদক কারবারীকে আটক করে। এসময় তার বসতঘর তল্লাশী করে একশ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য ২ লাখ টাকা।
তিনি আরও বলেন, এ ঘটনায় ফেনী ডিএনসির পরিদর্শক মো. মোজাম্মেল হক বাদী হয়ে ছাগলনাইয়া থানায় মামলা দায়ের করে আসামীকে হস্তান্তর করেছেন।
(আজকের সময়/আইআই/মে ১০, ২০২২)