Home » চাটখিলে উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন

চাটখিলে উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন

by আজকের সময়
মোঃ মনির হোসেন, চাটখিল, নোয়াখালী :
চাটখিলে উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে  উপজেলা চেয়ারম্যান সভাপতি পদে আলহাজ্ব জাহাঙ্গীর কবির ও সাধারণ সম্পাদক পদে নাজমুল হুদা শাকিল ভিপি নির্বাচিত।
চাটখিল উপজেলায় ৯ বছর পর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন রবিবার ২০ (নভেম্বর) সকাল ১০ টায় অনুষ্ঠিত হয়েছে চাটখিল পিজি সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে। সম্মেলন শেষে বেলা ৩ টায়  চাটখিল উপজেলা অডিটোরিয়ামে আওয়ামীলীগের নতুন সভাপতি বর্তমান উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব জাহাঙ্গীর কবির ও উপজেলা আওয়ামী লীগ সহ-সাধারণ সম্পাদক ভিপি নাজমুল হুদা সাকিল কে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
চাটখিল উপজেলার ৯ টি ইউনিয়ন ও পৌরসভা সহ দলীয় ৪৭৭ জন কাউন্সিলরের সমর্থনে নোয়াখালী জেলা আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক ও পৌর মেয়র শহিদ উল্ল্যাহ খাঁন সোহেল এই ঘোষণা দেন।
নতুন সভাপতি পদে পূর্বের সভাপতি, উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব জাহাঙ্গীর কবির বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন এবং সাধারণ সম্পাদক পদে উপজেলা আওয়ামী লীগের সহ-সাধারণ সম্পাদক ভিপি নাজমুল হুদা সাকিল নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী ছিলেন, বর্তমান পৌর মেয়র ভিপি নিজাম উদ্দিন, সাবেক মেয়র মোহাম্মদ উল্লাহ পাটোয়ারী, সাবেক যুবলীগ নেতা বেলায়েত হোসেন, সহ-সাধারণ সম্পাদক সৈয়দ মাহমুদ হোসেন তরুন, উপজেলা ভাইস চেয়ারম্যান আলী তাহের ইভূ সাধারণ সম্পাদক পদ প্রত্যাশী ছিলেন।

আরো খবর