চাপরাশিরহাটে ছোট ভাইয়ের হামলায় গুরুতর আহত
আবদুর রহমান, কবিরহাট উপজেলা প্রতিনিধি :
ডাব পাড়াকে কেন্দ্র করে ছোট ভাইয়ের হামলায় বড় ভাই গুরুতর আহত। নোয়াখালীর কবিরহাট উপজেলা চাপরাশিরহাট ইউনিয়নে উপদ্দিলামছি ৬ নং ওয়ার্ডে ছয়বাড়ীয়ায় ঘটনাটি ঘটে।
জানা যায়, গত ২৭ মার্চ ছয়বাড়ীয়া নিবাসী মোঃ সোলেমান মিয়ার পুত্র মোঃ ইয়াছিন প্রকাশ ফকির (৩৬) দীর্ঘ বছর পরে প্রবাস থেকে দেশে পিতার পুরাতন আবাসস্থল ও পৈর্তৃক সম্পত্তির একটি নারিকেল গাছের ডাব পাড়াকে কেন্দ্র করে তার ছোট ভাই মোঃ বছির (২৬) তাকে বাধা দেয়। পরদিন মোঃ ইয়াছিন ফকির পিতা সোলেমান সহ বোনের বাড়ীতে যাওয়ার পথে বছির ও একই এলাকার কিশোর গ্যাং সদস্য মোঃ আবিদ হাসান অন্তর (১৮) পিতা- রহুল আমিন এবং মোঃ আবরার (২৩) পিতা- দিলদার আহমদ শামিম সহ কয়েকজন রড ও হাতুড়ি দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে শরীর, মাথায়, পায়ে মারাত্মক আঘাত করে গুরুতর আহত করে। এক পর্যায়ে আহতদের চিৎকার শুনে এলাকাবাসী তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কবিরহাটে ভর্তি করেন।
আহত ইয়াছিন ফকিরের অবস্থা গুরুতর। বর্তমানে জেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি রয়েছে।
এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে বলে জানান ভুক্তভোগীর পরিবার।
কবিরহাট থানার ওসি জানান, ঘটনাটি শুনেছি, লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।