কোম্পানীগঞ্জ প্রতিনিধি :
মানবিক বিপর্যয়ের পাশে আমরা আর্তমানবতার সেবাই সর্বদায় প্রস্তুত কোম্পানীগঞ্জ প্রবাসী ফাউন্ডেশন।
নোয়াখালীর কোম্পানীগঞ্জে, কোম্পানীগঞ্জ প্রবাসী ফাউন্ডেশনের আয়োজনে কোম্পানীগঞ্জ উপজেলায় কর্মরত সাংবাদিকদের সাথে প্রবাসী ফাউন্ডেশনের নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টার সময় বসুরহাট বাজারের একটি রেস্টুরেন্টে ফাউন্ডেশনের ট্রাষ্টি বোর্ডের সদস্য, আমেরিকার নিউইয়র্কের পুলিশ কর্মকর্তা হেলালে আরজু ওরফে আরজু হাজারীর সভাপতিত্বে ও প্রবাসী ফাউন্ডেশনের উপদেষ্টা,
আমেরিকান মর্গেজ ওয়ার্ল্ড ব্যাংকের লোন অফিসার,
আবু ছায়েদ জাহান ফাউন্ডেশনের চেয়ারম্যান এ এস এম মাঈন উদ্দিন পিন্টুর সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন প্রবাসী ফাউন্ডেশনের উপদেষ্টা নুরুল হুদা হারুন, ফরিদ আহমেদ, আবদুল মান্নান, নোয়াখালী জেলা আওয়ামী লীগের সদস্য গোলাম শরীফ চৌধুরী পিপুল, কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ ইউনুস, বসুরহাট ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের সাবেক সভাপতি বেলায়েত হোসেন বেলাল, প্রবাসী মনির আহম্মদ, ঢাকার ব্যবসায়ী আনোয়ার হোসেন, প্রবাসী আবদুল হালিম, আফতাবুল আজীম অশ্রু,আল মাসুদ সুমন, আবদুর রহীম শামীম।
উল্লেখ্য ২০২০ সালের ১১ অক্টোবর ১০০টি সেলাই মেশিন উপহার দিয়ে প্রবাসী ফাউন্ডেশনের আত্মপ্রকাশ ঘটে পরবর্তী বিভিন্ন সহযোগিতামূলক কর্মকান্ড অংশগ্রহণ করে রমজান এবং ঈদে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ সহ বিভিন্ন সামাজিক সহযোগিতামূলক কর্মকান্ডে অংশগ্রহণ অব্যাহত রেখেছে আগামী রমজানেও ১০০০ এর অধিক অসহায় দুঃস্থ মানুষের মাঝে ইফতারও ঈদ সামগ্রী বিতরণের উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছে এবং তারা কোম্পানিগঞ্জে সর্ব আধুনিক প্রযুক্তি দিয়েএকটি হাসপাতাল চালু করবেন বলে জানিয়েছেন।