আজকের সময় ডেস্ক: করোনায় চাকরি হারানো ব্যাংকাররা রাজধানীর মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের সামনে মানববন্ধন করেছেন। আজ বুধবার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এতে চাকরি হারানো অর্ধ শতাধিক কর্মী অংশ নেন। এ সময় তাঁরা চাকরি ফেরত চেয়ে বিভিন্ন প্ল্যাকার্ড নিয়ে মানববন্ধনে অংশ নেন।
এ অবস্থায় বাংলাদেশ ব্যাংক গত বছরের সেপ্টেম্বরে চাকরিচ্যুত ব্যাংকারদের চাকরিতে পুনর্বহালের আদেশ জারি করে। ওই নির্দেশনার পর চাকরিচ্যুত অনেক ব্যাংকার চাকরিতে পুনর্বহালের আবেদন করেন। কিন্তু ব্যাংকগুলো চাকরিচ্যুত কর্মীদের পুনর্বহালে কার্যকর তেমন কোনো পদক্ষেপই নিচ্ছে না।
এ কারণে চাকরিচ্যুত ব্যাংকাররা আর্থিক ও সামাজিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ছেন। এ অবস্থায় মানববন্ধনে অংশগ্রহণকারী ব্যাংকাররা অবিলম্বে কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা অনুযায়ী তাঁদের চাকরিতে পুনর্বহালের আবেদন জানান। এ সময় তাঁরা এ নির্দেশনা বাস্তবায়নে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।
(আজকের সময়/এস এইচ/জুন ১৫, ২০২২)