১৮১
সংবাদ বিজ্ঞপ্তি :
আলোকিত সমাজ গঠনের প্রত্যয় নিয়ে স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন দাগনভূঞা ইয়ুথ সোসাইটির উদ্যোগে ২০২৩ সালের এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ ৫ (এ+) প্রাপ্তদের সংবর্ধনার উদ্যোগ নেয়া হয়েছে। দাগনভূঞা উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অনলাইন আবেদনের পরিপ্রেক্ষিতে এ সংবর্ধনা দেয়া হবে বলে জানান সোসাইটির সভাপতি গোলাম সরওয়ার।
এসএসসি মার্কশীট ও ছবি জমা দিয়ে রেজিষ্ট্রেশন ফরম পূরন করার আহবান জানান সংগঠনের সাধারণ সম্পাদক বুলবুল আহমেদ।
২০ অক্টোবরের মধ্যে আবেদন সম্পন্ন করতে হবে। নভেম্বরের প্রথম সপ্তাহে জেলা প্রশাসককে প্রধান অতিথি করে অনাড়ম্বর অনুষ্ঠানে মেধাবী ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হবে বলে জানান অনুষ্ঠান আয়োজক কমিটির আহবায়ক আবদুল্লাহ আল মারুফ।