Home » কাজী শাকীর New York University গ্রেজুয়েশন সম্পন্ন

কাজী শাকীর New York University গ্রেজুয়েশন সম্পন্ন

by আজকের সময়
আজকের সময় রিপোর্ট :
বুধবার ১৭ মে, ২০২৩ সকাল ফেনী প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি কাজী মুহাম্মদ হোসাইনের আমার মেয়ে কাজী শাকীর Class of 2023 ব্যাচলর ডিগ্রীর Anthropology major with Pre-Medicine studies concentration এবং ডাবল Minor Chemistry ও Public Health বিষয়ে ১৮৩১ সালে প্রতিষ্ঠত New York University থেকে গ্রেজুয়েশন সমপন্ন করেছে।
সে university honors scholar হিসেবে gold tassel, personalized certificate এবং founders day award লাভ করেছে। Yankee Stadium এ সর্বমোট ২২,০০০ শিক্ষার্থী একই অনুষ্ঠানে মিলিত হয়েছে ।
অনুষ্ঠানটি আমেরিকার জাতীয় সংগীতের পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয়।এতে Finland এর ৪৬তম প্রধানমন্ত্রী Sanna Marin Doctor of Humane Letters এর honorary ডিগ্রী লাভ করেছেন।
তিনি আত্মীয়- স্বজন ও বন্ধুবান্ধব সকলের নিকট দোয়ার প্রত্যাশি।

আরো খবর